ফের পাক-বধ, এবার ভারতীয় মেয়েদের জয়জয়কার
২২ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন আভিকা সিং।
নিজস্ব প্রতিনিধি : ফের পাক-বধ কর ভারত। এবার মঙ্গোলিয়ার উলান বাতোরে। এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার ম্যাচে পাকিস্তানের মহিলা ফুটবল দলকে ৪-০ গোলে হারাল ভারতীয় মেয়েরা। ২২ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন আভিকা সিং। এর পর হাফ-টাইমের আগে পাকিস্তানের গোলকিপার আয়েষা নিজের গোলে নিজেই একখানা আত্মঘাতী গোল করে বসেন। এর পর সুনীতা মুণ্ডা ৮২ মিিটে তিন নম্বর গোল করেন। ৮৮ মিনিটে চতুর্থ গোল করেন সিল্কি দেবী।
আরও পড়ুন- শামির বিরুদ্ধে জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা
দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে ভারত এখ বি গ্রুপের শীর্ষে। সুনীতা, সিল্কি, অভিকার ত্রয়ী পার্টনারশিপ ভারতীয় দলকে একের পর এক ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এদিন প্রথমার্ধেই পাকিস্তানের ঘাড়ে চেপে বসে ভারত। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে চাপও বাড়তে থাকে। একটা সময় পর আর চাপ রাখতে পারেনি পাকিস্তান ডিফেন্স। দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময়টাই ডিফেন্স করতে থাকে পাকিস্তান। গোলকিপার আয়েষা বেশ কয়েকটা ভাল সেভ দেন। না হলে আরও বড় ব্যবধানে হারতে পারত পাক দল। ২১ সেপ্টেম্বর মানে আগামীকাল ভারত খেলবে মঙ্গোলিয়ার বিরুদ্ধে।