WATCH | Cristiano Ronaldo: মহাকীর্তির রাতেই মেসির নামে খেপে বোম রোনাল্ডো! মাঠেই ছাড়ালেন শালীনতার সব সীমা

After Hearing Messi Chant Ronaldos bad gesture goes Viral On 750 Goal Night: রোনাল্ডো তাঁর কেরিয়ারে আরও এক মহাকীর্তি গড়লেন। কিন্তু তারপরেই যা করলেন, তা আর কহতব্য় নয়।

Updated By: Feb 26, 2024, 08:57 PM IST
WATCH | Cristiano Ronaldo: মহাকীর্তির রাতেই মেসির নামে খেপে বোম রোনাল্ডো! মাঠেই ছাড়ালেন শালীনতার সব সীমা
ফের চর্চায় রোনাল্ডোর অশালীন অঙ্গভঙ্গি!

২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বয়স ৩৯। কিন্তু খেলা দেখে মনে হবে আরও ১০ কী ১২ বছর অন্তত কম! ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) প্রতি ম্য়াচেই বুঝিয়ে দিচ্ছেন যে, তাঁর মধ্য়ে গোল করার খিদের দাবানল দাউদাউ করে জ্বলছে। আর রোনাল্ডো মাঠে নামলেই পরিসংখ্য়ানবিদরা খাতা-কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। কারণ তিনি আর রেকর্ড যে হাত ধরাধরি করেই চলে। রেকর্ড ভাঙাগড়ার খেলার মধ্য়েই নিজেকে রেখেছেন সর্বকালের অন্য়তম শ্রেষ্ঠ ফুটবলার। সৌদি প্রো লিগে (Saudi Pro League) রোনাল্ডোর টিম আল-নাসের (Al Nassr) মুখোমুখি হয়েছিল আল শাবাবের (Al Shabab)। 

আরও পড়ুন: 'মাঠে আমি আছি এখন'... মেসি স্লোগানে খেপে লাল রোনাল্ডো! চর্চায় অশালীন অঙ্গভঙ্গি

এই ম্য়াচে রোনাল্ডোরা ৩-২ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে! ২১ মিনিটে রোনাল্ডো পেনাল্টিতে গোল করেই ইতিহাস লিখে ফেলেছেন। ক্লাব কেরিয়ারে তাঁর ৭১৫টি গোল হয়ে গেল। ক্লাব ও দেশ মিলিয়ে এখন রোনাল্ডোর মোট গোল সংখ্য়া ৮৭৭! এই মরসুমে রোনাল্ডোর ২০ ম্যাচে ২২ নম্বর গোল হয়ে গেল। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু খেলা শেষে প্রতিপক্ষ দলের কিছু সমর্থক রোনাল্ডোকে উত্য়ক্ত করেন। তাঁরা ‘মেসি...মেসি’ স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনায় মেজাজ হারান পর্তুগিজ কিংবদন্তি। পাঁচবারের ব্য়ালন ডি'অর জয়ী মেসির নামে খেপে বোম হয়ে যান। এরপর প্রত্যুত্তরে মাঠেই ছাড়িয়ে যান শালীনতার সব সীমা। অত্যন্ত বাজে অঙ্গভঙ্গি করেন তিনি ওই সমর্থকদের উদ্দেশ্যে। সেই ঘটনার ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায়।

রোনাল্ডোর খেলা দেখতে মাঠে আসেন প্রচুর মেসি সমর্থক। একথা বলাই যায়। কারণ মাঠে রোনাল্ডোকে দেখলেই গ্য়ালারি থেকে মেসির নামে জয়ধ্বনি তোলেন তাঁর অন্ধভক্তরা। এ ঘটনা এখন আর নতুন কিছু নয়। বহু বছর ধরেই এমনটা চলে আসছে। এরকমই এক ঘটনার সাক্ষী থেকেছিল রিয়াদ সিজন কাপের ফাইনাল। চলতি মাসের শুরুতেই রিয়াদের কিংডম এরিনায় শিরোপা নির্ধারণকারী ম্য়াচে মুখোমুখি হয়েছিল আল-হিলাল ও আল-নাসের । আল-হিলাল ২-০ গোলে জিতে চ্য়াম্পিয়ন হয়। সেই ম্য়াচে মাঠে মেসির নামে স্লোগান তুলেছিলেন একদল সমর্থক। কিংবদন্তি সেদিনও খেপে লাল হয়ে যান। রেগে গিয়ে তিনি বলেছিলেন, 'মাঠে এখন আমি আছি, মেসি নেই।' ম্য়াচ শেষের পরেও রোনাল্ডোকে রেয়াত করেননি প্রতিপক্ষ দলের কিছু সমর্থক। তাঁরা রোনাল্ডোকে লক্ষ্য় করে স্কার্ফ ছুড়েছিলেন। রোনাল্ডো সেই স্কার্ফ নিয়ে যা করেছিলেন, সেই ঘটনাও ভাইরাল হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: John Cena Joins OnlyFans: কুস্তি ছেড়ে কাম! ভিডিয়ো পোস্টেই ঘোষণা, চমক ডব্লিউডব্লিউই তারকার

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.