উড়ে এল অনুষ্কা শর্মার ফ্লাইং কিস! মাখো মাখো প্রেমে আরবের আইপিএল জমজমাট

কেউ কেউ বলছেন, জুনিয়র কোহলি আসছে বলেই বিরাটের আইপিএল জীবনের প্লট পরিবর্তন হয়েছে।

Edited By: সুমন মজুমদার | Updated By: Oct 11, 2020, 10:53 AM IST
উড়ে এল অনুষ্কা শর্মার ফ্লাইং কিস! মাখো মাখো প্রেমে আরবের আইপিএল জমজমাট

নিজস্ব প্রতিবেদন- অনেকেই বলছেন, এবারের আইপিএল অনেকটাই আলাদা। অন্যবার একের পর এক ম্যাচে জেতে চেন্নাই। ধোনি হাঁটেন কলার উঁচিয়ে। কিন্তু এবার সেই চেন্নাই পরপর ম্যাচ হারছে। কেমন যেন গুটিসুঁটি মেরে রয়েছেন ক্যাপ্টেন কুল! অন্যবার শুরু থেকেই ব্যর্থতার মুখ দেখতে দেখতে হাঁপিয়ে ওঠেন বিরাট কোহলি। শক্তিশালী দল, তারকাখচিত ড্রেসিংরুম সত্বেও কিছুতেই সাফল্য ধরা দেয় না আরসিবি শিবিরে। তবে এবার সব অদল বদল হয়ে গিয়েছে শুরু থেকেই। টানা জিতছে বিরাটের বেঙ্গালুরু। লেডি লাক! আবার কেউ কেউ বলছেন, জুনিয়র কোহলি আসছে বলেই বিরাটের আইপিএল জীবনের প্লট পরিবর্তন হয়েছে।

আইপিএল শুরুর আগেই বিরাট কোহলির সঙ্গে দুবাই পৌঁছেছিলেন অনুষ্কা শর্মা। আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগেই বিরুষ্কা সুখবর দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামী জানুয়ারি মাসেই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। অনুষ্কা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে এতদিন তিনি আইপিএলের কোনও ম্যাচে স্ট্যান্ডে ছিলেন না। এদিন অবশ্য আরসিবি ম্যাচ দেখতে গিয়েছিলেন আনুষ্কা শর্মা। বিরাট কোহলি অপরাজিত ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর হাসি আর হাততালিতে মেতে ওঠেন অনুষ্কা। তারপরই আবেগে ভেসে বিরাটের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দেন। দুবাইয়ের আইপিএল জমজমাট।

আরও পড়ুন-  শেষ বলেও টানটান নাটক, ভাগ্য সঙ্গ দিল না পঞ্জাবের, ২ রানে জিতল KKR

এর আগেও একটি ছবি দেখা গিয়েছে। বিরাট কোহলি দেশের জার্সি গায়ে সেঞ্চুরি করেছেন। স্ট্যান্ড থেকে অনুষ্কা ছুঁড়ে দিয়েছেন ফ্লাইং কিস। তবে তখন পরিস্থিতি আলাদা ছিল। অনুষ্কা তখনও মিসেস কোহলি হয়ে ওঠেননি। এখনকার পরিস্থিতি একেবারে আলাদা। অনুষ্কা এখন বিরাট কোহলির স্ত্রী। তার ওপর আবার সন্তানের হবু মা।

.