স্পটলাইটে ধীরাজ, কোমল, আনোয়াররা! নজর বিশ্ব ফুটবলের

Updated By: Oct 12, 2017, 09:34 AM IST
স্পটলাইটে ধীরাজ, কোমল, আনোয়াররা! নজর বিশ্ব ফুটবলের

নিজস্ব প্রতিবেদন: যুব বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচেই হেরেছে ভারত। কিন্তু তাতে কি? বিদেশি স্পটারদের নজর ইতিমধ্যেই কেড়ে ফেলেছেন ধীরাজ সিং, কোমল থাতাল, আনোয়ার আলিরা। ধীরাজকে পছন্দ হয়েছে বুন্দেশলিগার একটি ক্লাবের। আনোয়ারের উপরও নজর রয়েছে ইউরোপের একটি ক্লাবের। তবে এআইএফএফ একেবারেই নারাজ এই ফুটবলারদের ছাড়তে। আসলে অনূর্ধ্ব-কুড়ি বিশ্বকাপের জন্য এই ভারতীয় দলটাকেই ধরে রাখতে চায় ফেডারেশন। তবে কর্তারা খতিয়ে দেখতে চাইছেন আদৌ সঠিকভাবে ধীরাজ,কেমলদের কাজে লাগাতে চায় কিনা বিদেশি ক্লাবগুলো। সব কিছু ঠিকঠাক থাকলে পরে এব্যাপারে ভেবে দেখতে পারে এআইএফএফ।

আরও পড়ুন- যুববিশ্বকাপে ঘানার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারেতর

.