কোপা আমেরিকায় হেভি ফাইটে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া, ফেভারিট মেসি

কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া। তারকাখচিত দুদলের লড়াইয়ের দিকে তাকিয়ে ফুটবলপ্রেমিরা। গ্রুপ লিগের ম্যাচগুলিতে খুব একটা নজর কাড়তে পারেনি দুদলই। লিওনেল মেসি, দি মারিয়া, সার্জিও অ্যাগুয়েরো সমৃদ্ধ ফরওয়ার্ড লাইনআপ থাকলেও গ্রুপ লিগের ম্যাচে মাত্র চারটি গোল করতে পেরেছে আর্জেন্টিনা। নিজেদের পারফরম্যান্সে দুশ্চিন্তা প্রকাশ করেছেন স্বয়ং মেসিও। অন্যদিকে মেগা ম্যাচের আগে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন অধিনায়ক হামেশ রডরিগেজ। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে একশো শতাংশেরও বেশি দিতে হবে বলে জানিয়েছেন তিনি। এই  ম্যাচে অফফর্মে থাকা রাদামেল ফালকাওয়ের না খেলার সম্ভাবনাই বেশি। তাছাড়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট থাকায় চিন্তায় কোচ পেকারম্যান। দুদেশের ৩৫ টি সাক্ষাতে ২১ বারই জিতেছে আর্জেন্টিনা। ফেভারিট হলেও কোনও ঝুঁকি নিতে নারাজ কোচ জেরার্ডো মার্টিনো। শেষবার কোপায় মুখোমুখি হয়েছিল দুদল। সেবার গোলশূন্যভাবে ম্যাচ ড্র হয়েছিল।

Updated By: Jun 27, 2015, 12:08 AM IST
কোপা আমেরিকায় হেভি ফাইটে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া, ফেভারিট মেসি

ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া। তারকাখচিত দুদলের লড়াইয়ের দিকে তাকিয়ে ফুটবলপ্রেমিরা। গ্রুপ লিগের ম্যাচগুলিতে খুব একটা নজর কাড়তে পারেনি দুদলই। লিওনেল মেসি, দি মারিয়া, সার্জিও অ্যাগুয়েরো সমৃদ্ধ ফরওয়ার্ড লাইনআপ থাকলেও গ্রুপ লিগের ম্যাচে মাত্র চারটি গোল করতে পেরেছে আর্জেন্টিনা। নিজেদের পারফরম্যান্সে দুশ্চিন্তা প্রকাশ করেছেন স্বয়ং মেসিও। অন্যদিকে মেগা ম্যাচের আগে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন অধিনায়ক হামেশ রডরিগেজ। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে একশো শতাংশেরও বেশি দিতে হবে বলে জানিয়েছেন তিনি। এই  ম্যাচে অফফর্মে থাকা রাদামেল ফালকাওয়ের না খেলার সম্ভাবনাই বেশি। তাছাড়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট থাকায় চিন্তায় কোচ পেকারম্যান। দুদেশের ৩৫ টি সাক্ষাতে ২১ বারই জিতেছে আর্জেন্টিনা। ফেভারিট হলেও কোনও ঝুঁকি নিতে নারাজ কোচ জেরার্ডো মার্টিনো। শেষবার কোপায় মুখোমুখি হয়েছিল দুদল। সেবার গোলশূন্যভাবে ম্যাচ ড্র হয়েছিল।

আর্জেন্টিনার বিরুদ্ধে মেগা ম্যাচের আগে মেসি বন্দনায় কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান। কোপায় স্বমহিমায় না থাকলেও মেসিকে ভয়ঙ্কর বলছেন তিনি। তাঁর দাবি বড় ম্যাচে জ্বলে ওঠেন বড় ফুটবলাররা। মেসিকেই বিশ্বের সেরা ফুটবলার বলছেন পেকারম্যান। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি মেসি বনাম কলম্বিয়া ম্যাচ হিসাবে দেখছেন তিনি। এক সময় পেকারম্যানের হাত ধরেই আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। দুহাজার ছয় সালের বিশ্বকাপে পেকারম্যানের কোচিংয়েই খেলেছিলেন মেসি। শনিবার সেই পেকারম্যানের বিরুদ্ধেই দেশের জার্সি গায়ে একশো একতম ম্যাচ খেলতে নামছেন মেসি।

আর্জেন্টিনা ম্যাচের আগে চোট এবং কার্ড সমস্যায় জর্জরিত কলম্বিয়া দল। ব্রাজিল ম্যাচে লালকার্ড দেখে এই ম্যাচে খেলতে পারবেন না কার্লো বাক্কা। অন্যদিকে চোটের জন্য মেগা ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন কার্লো সাঞ্চেজ, এডউইন ভ্যালেন্সিয়ার মতো ফুটবলাররা। কলম্বিয়া দলের এই সমস্যাগুলিকে অ্যাডভান্টেজ হিসাবে দেখছেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। এমনকি সাংবাদিক সম্মেলনে রেফারিংএর মান নিয়েও প্রশ্ন তুললেন মার্টিনো। সরাসরি না বললেও চিলি-উরুগুয়ে ম্যাচের প্রসঙ্গ টেনে রেফারিদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মেসিদের কোচ। কাল ম্যাচে স্বচ্ছ রেফারিং হবে বলে আশাবাদী মার্টিনো।

.