রাজ্য ফুটবল সংস্থাকে তুলোধনা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস!

রাজ্য ফুটবল সংস্থাকে তুলোধনা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রেফারিজ সংস্থার সংস্কার হওয়া তাঁবুর উদ্বোধন করতে এসে ক্রীড়ামন্ত্রী বলেন আইএফএ কার্যত টুর্নামেন্ট কমিটিতে পরিণত হয়েছে। ফুটবল সংক্রান্ত কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে গেছে। উদাহরণ হিসাবে বারাসত স্টেডিয়ামের উন্নয়ন না হওয়াকে তুলে ধরেন তিনি। একইসঙ্গে রেফারিদের পারিশ্রমিক বাড়ানোর জন্যও সওয়াল করেন তিনি। আইএফএ-র কাছ থেকে বেশ কয়েকলক্ষ টাকা বকেয়া আছে রেফারি সংস্থার। সেটাও দ্রুত মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন ক্রীড়ামন্ত্রী।

Updated By: Feb 10, 2016, 11:26 PM IST
রাজ্য ফুটবল সংস্থাকে তুলোধনা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস!

ওয়েব ডেস্ক: রাজ্য ফুটবল সংস্থাকে তুলোধনা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রেফারিজ সংস্থার সংস্কার হওয়া তাঁবুর উদ্বোধন করতে এসে ক্রীড়ামন্ত্রী বলেন আইএফএ কার্যত টুর্নামেন্ট কমিটিতে পরিণত হয়েছে। ফুটবল সংক্রান্ত কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে গেছে। উদাহরণ হিসাবে বারাসত স্টেডিয়ামের উন্নয়ন না হওয়াকে তুলে ধরেন তিনি। একইসঙ্গে রেফারিদের পারিশ্রমিক বাড়ানোর জন্যও সওয়াল করেন তিনি। আইএফএ-র কাছ থেকে বেশ কয়েকলক্ষ টাকা বকেয়া আছে রেফারি সংস্থার। সেটাও দ্রুত মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন ক্রীড়ামন্ত্রী।

রাজ্য ক্রীড়া দফতর দশ লক্ষ টাকা নিয়ে ঢেলে সাজিয়েছে রেফারিদের তাঁবুকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ ভৌমিক,সুব্রত ভট্টাচার্য,বিশ্বজিত ভট্টাচার্যের মত অতীত দিনের দিকপাল ফুটবলার-রা। অনুষ্ঠানে এসে টালাতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দিয়ে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

.