Ashes 2021-22: ঐতিহ্যের মহারণে ২৬ বছরের পরম্পরা বদলে নয়া ইতিহাস ব্র্যাডম্যানের দেশে

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেই আসন্ন গ্রীষ্মকালীন ক্রিকেট মরসুমের শুভারম্ভ করছে অস্ট্রেলিয়া।

Updated By: May 19, 2021, 03:53 PM IST
Ashes 2021-22: ঐতিহ্যের মহারণে ২৬ বছরের পরম্পরা বদলে নয়া ইতিহাস ব্র্যাডম্যানের দেশে

নিজস্ব প্রতিবেদন: এবার নিজেদের দেশে অ্যাশেজের (Ashes 2021-22) আয়োজন করছে অস্ট্রেলিয়া। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ এবং মহিলা, দুই দলের অ্যাশেজ সূচিই ঘোষণা করা দিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহ্যের মহারণে ২৬ বছরের পরম্পরা বদলে ফেলল ডন ব্র্যাডম্যানের দেশ। এই প্রথমবার অ্যাশেজের ফাইনাল টেস্ট অনুষ্ঠিত হবে সিডনিতে ক্রিকেট গ্রাউন্ডে (SCG)। তার বদলে এই ম্যাচ হবে পার্থে। বিশ্ববন্দিত সিডনিতে ইয়ান চ্যাপেল থেকে শুরু করে স্টিভ ওয়া, রিকি পন্টিং ও স্টিভ স্মিথের মতো অস্ট্রেলীয় অধিনায়করা হাতে অ্যাশেজ ট্রফি তুলেছে। এবার অস্ট্রেলিয়া যদি অ্যাশেজ জিততে পারে, তাহলে টিম পেইন প্রথম অজি অধিনায়ক হিসেবে পার্থে অ্যাশেজ ট্রফি হাতে নেবেন।

আরও পড়ুন: T20 World Cup প্রস্তুতি নিয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভা ২৯ মে

আগামী ২৭ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একটি মাত্র টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এই টেস্টের হাত ধরেই আসন্ন গ্রীষ্মকালীন ক্রিকেট মরসুমের শুভারম্ভ করছে অস্ট্রেলিয়া। রশিদ খানরা খেলবেন তাসমানিয়ার ব্লান্ডস্টোন এরিনায়। ব্রিসবেনের গাব্বায় অ্যাশেজের প্রথম টেস্ট (৮-১২ ডিসেম্বর)। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড গোলাপি বলে দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে। ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সেই ম্যাচ হবে অ্যাডিলেড ওভালে। বক্সিং-ডে টেস্ট খেলা মেলবোর্নে (২৬-৩০ ডিসেম্বর)। অ্যাশেজের চতুর্থ টেস্ট সিডনিতে (৫-৯ জানুয়ারি) শেষ টেস্ট হবে পার্থে (১৪-১৮ জানুয়ারি)। মেয়েদের অ্যাশেজ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি থেকে। এরপর ২০ এবং ৫০ ওভারের ফর্ম্যাটেও খেলবে দুই দল। 

.