Ashish Nehra: 'ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতিতে নেহরা!' সোশ্যাল মিডিয়ায় ঝড়

বার্মিংহ্যামে সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে পাকিস্তানের আর্শাদ নাদিম সোনা জেতেন জ্যাভলিন ছুড়ে। আর্শাদের বর্শা ৯০.১৮ মিটার দূরত্ব অতিক্রম করে গেমস রেকর্ড করে ইতিহাস করেছিলেন আর্শাদ। 

Updated By: Aug 11, 2022, 01:33 PM IST
 Ashish Nehra: 'ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতিতে নেহরা!' সোশ্যাল মিডিয়ায় ঝড়

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এখন ট্রেন্ডিংয়ে আশিস নেহরা (Ashish Nehra)। কারণ শুনলে হাসি থামাতে পারবেন না! ২০১১-র বিশ্বকাপ জয়ী প্রাক্তন পেসারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত হইচই পড়ে গিয়েছে বিগত কয়েক ঘণ্টায়। গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) আইপিএল অভিষেকেই (IPL 2022) চ্যাম্পিয়ন করানো হেডস্যারকে খবরের শিরোনামে নিয়ে এসেছেন জইদ হামিদ (Zaid Hamid)! যিনি পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও কনস্পিরেসি থিওরিস্ট (ষড়যন্ত্র তাত্ত্বিক) হিসাবে পরিচিত। তাঁর একটি ভয়ংকর ভুলের জন্য ট্যুইটারে নেহরাকে নিয়ে ট্রোল-মিমের বন্যা বয়ে গিয়েছে। যে ভুল শুধুই ভুল নয়, ঐতিহাসিক ভুলও বলা চলে!

কী ভুল করেছেন জইদ হামিদ?

বার্মিংহ্যামে সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে পাকিস্তানের আর্শাদ নাদিম সোনা জেতেন জ্যাভলিন ছুড়ে। আর্শাদের বর্শা ৯০.১৮ মিটার দূরত্ব অতিক্রম করে গেমস রেকর্ড করে ইতিহাস করেছিলেন আর্শাদ। ঘটনাচক্রে কুঁচকির চোটের জন্য কমনওয়েল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার বার্মিংহ্যামে নামলে, আর্শাদ সোনা জিততে পারতেন কি না তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে। আর্শাদকে শুভেচ্ছা জানাতে গিয়ে ট্যুইটারে জইদ লিখেছিলেন, 'পাকিস্তানি অ্যাথলিটের জয় আরও মধুর কারণ সে ভারতের জ্যাভলিন নায়ক আশিস নেহরাকে ধ্বংস করে দিয়েছে। মিষ্টি প্রতিশোধ নিয়েই আর্শাদ নাদিম কামব্যাক করেছেন।' নীরজ চোপড়ার বদলে নেহরার নাম লেখার পর ঠিক যা যা হতে পারে, সোশ্যাল মিডিয়ায় ঠিক সেটাই হচ্ছে।

আরও পড়ুন: Neeraj Chopra, CWG 2022: নীরজকে 'নিজের ছেলে' বললেন আরশাদ নাদিমের কোচ

এই নেহরা ট্রোলের ময়দানেই ছক্কা হাঁকিয়েছেন নেহরার প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেহওয়াগ। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে ট্যুইটারকেই নিজের বাইশ গজ বানিয়ে ফেলেছেন বীরু। ভারতের প্রাক্তন ওপেনার তাঁর রসবোধে নেটিজেনদের মনে বলে বলে চার-ছক্কা হাঁকান। বীরু এবার জইদের ট্যুইট তুলে ধরে লেখেন যে, 'চিচা ওরফে নেহরা ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে!'এরপর আর হাসি থামাতে পারেননি ট্যুইটারাত্তিরা। ঘটনাচক্রে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাঁর মুখের সঙ্গে নেহরার মুখের একটা মিল পেয়েছেন অনেকেই। বীরু সেই কারণেই এই মন্তব্য করেছেন কি না, তা বীরুই বলতে পারবেন যদিও। তবে নেহরার সঙ্গে খবরের শিরোনামে এসেছেন বীরুও। যদি সোশ্যাল মিডিয়ায় বীরু প্রায়ই খবরে থাকেন। এমনটা নতুন নয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.