নিভৃতবাস পর্ব শেষ করে মাঠে নেমে পড়লেন হাবাস

গতবছর কলকাতায় থাকার সুবাদে বেশ কয়েকটা ঠাকুর ঘুরে ঘুরে দেখেছিলেন স্প্যানিশ কোচ। পুজোয় সামিল হতে না পারার আফশোস অবশ্য রয়েছে হাবাসেরও।

Updated By: Oct 19, 2020, 04:17 PM IST
নিভৃতবাস পর্ব শেষ করে মাঠে নেমে পড়লেন হাবাস

নিজস্ব প্রতিনিধি: নিভৃতবাস পর্ব শেষ করেই অনুশীলনে নেমে পড়লেন এটিকে মোহনবাগানের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তিন স্প্যানিশ ফুটবলার জাভি, তিরি ও এডু গার্সিয়াসহ ২০ জন ভারতীয় ফুটবলার ছিলেন অনুশীলনে। সকাল-বিকাল দুবেলাই অনুশীলন করান হাবাস। এতদিন হোটেলে থেকেই কোচিং করাচ্ছিলেন দুবারের আইএসএল জয়ী কোচ। নিভৃতবাস পর্ব শেষ হতেই পুরোদমে মাঠে নেমে কাজ শুরু করে দিলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ।

 

আরও পড়ুন- বর্ধমানের কার্জন গেটেও সবুজ-মেরুন রঙের ছোঁয়া

বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গা পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। তবে পুজোতে কোনও ছুটি পাচ্ছেন না প্রীতম কোটাল, প্রবীর দাসরা। পুজোর মধ্যেও চলবে পুরোদমে অনুশীলন। সাফ জানিয়ে দিলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও হাবাস। যদিও কলকাতার পুজোকে মিস করবেন হাবাস। গতবছর কলকাতায় থাকার সুবাদে বেশ কয়েকটা ঠাকুর ঘুরে ঘুরে দেখেছিলেন স্প্যানিশ কোচ। পুজোয় সামিল হতে না পারার আফশোস অবশ্য রয়েছে হাবাসেরও। এবারও আইএসএল জয়ের লক্ষ্যে স্থির থাকছে এটিকে মোহনবাগান শিবির। তাই পুজোতে ফুটবলারদের কোনও ছুটি দিচ্ছেন না হাবাস। গোয়াতে পুরোদমেই চলছে এটিকে মোহনবাগানের অনুশীলন।

 

আরও পড়ুন- আই লিগ জয়ী মোহনবাগানকে শুভেচ্ছা মোদী-মমতার

 

এবারের আইএসএল অনেকটাই কঠিন হতে চলেছে। রবি ফাউলারের অধীনস্থ এসসি ইস্টবেঙ্গলও বেশ কয়েকজন নজরকাড়া বিদেশি ফুটবলারদের দলে নিয়ে চমক দেখিয়েছে। তাই লড়াই হবে সেয়ানে-সেয়ানে। ফুটবলারদের ফিটনেসেও বাড়তি নজর দিচ্ছেন এটিকে মোহনবাগানের কোচ অ্যান্তোনিও হাবাস। আইএসএল শুরুর আগে দলের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না স্প্যানিশ কোচ।

.