গোলাপি বলের টেস্টে আজহার আলিই প্রথম ক্রিকেটার, যিনি সেঞ্চুরি করলেন

Updated By: Oct 14, 2016, 05:36 PM IST
গোলাপি বলের টেস্টে আজহার আলিই প্রথম ক্রিকেটার, যিনি সেঞ্চুরি করলেন

ওয়েব ডেস্ক: ইতিহাসটা লিখেই ফেলেলেন আজহার আলি। গোলাপি বলের ক্রিকেটে পাকিস্তানের ওপেনার আজহারই প্রথম ক্রিকেটার যিনি দিনে রাতের টেস্টে সেঞ্চুরি করলেন। এখনও পর্যন্ত গোলাপি বলে যেকটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলা হয়েছে তাতে এটাই প্রথম শতরান। দুবাই সাক্ষী থাকল এমনই এক ঐতিহাসিক মুহূর্তের। সেঞ্চুরি আগামী দিনে আরও হবে, তবে 'ফার্স্ট ইস অলওয়েস ফার্স্ট'। 

২৬৮ বল খেলে আজহার আলি ১৪৬ রানে অপরাজিত। আজহারের শতরানের মধ্যে রয়েছে ১৪টি বাউন্ডারি। সামি আসলামের সঙ্গে ওপেন করতে এসে শুরু থেকেই ক্যারিবিয়ান বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন আজহার আলি। তাঁকে যোগ্য সঙ্গত দেন আসলামও। আজহার ও আসলাম প্রথম উইকেটে তোলেন ২১৫ রান। ৯০ রান করে সামি আসলাম আউট হতেই ক্রিজে আসেন আসাদ শফিক। আজহার আলির সঙ্গে ৩৩ রানে অপরাজিত রয়েছেন আসাদ শফিকও। টেস্টের প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ২৭৯-১। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র বোলার যিনি উইকেট পেয়েছেন, তিনি চেস। 

 

.