দেশীয় কোচ হওয়ার পক্ষেই রায় আজহারউদ্দিনের

"বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের মধ্যেই কোচ নির্ধারণ করুক", দেশীয় কোচ হওয়ার পক্ষেই রীতিমতো সওয়াল করলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।  

Updated By: Jun 1, 2015, 01:19 PM IST
দেশীয় কোচ হওয়ার পক্ষেই রায় আজহারউদ্দিনের

ওয়েব ডেস্ক: "বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের মধ্যেই কোচ নির্ধারণ করুক", দেশীয় কোচ হওয়ার পক্ষেই রীতিমতো সওয়াল করলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।  

"ভারতীয় কোচেরা যথেষ্ট ভালো। ভারতীয় কোচের তত্ত্বাবধানে আমরা অনেক ম্যাচ জিতেছি। তাই  বিসিসিআইয়ের উচিত দেশীয় খেলোয়াড়দের মধ্যেই কোচ খোঁজা।" বিসিসিআইকে এমনই পরামর্শ দিলেন ৫২ বছর বয়সী এই হায়দরাবাদী। তিনি দেশীয় কোচ হওয়ার পক্ষে আরও যুক্তি দেন, "আমাদের এমন অনেক খেলোয়াড় রয়েছে যাঁরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। প্রফেসনাল কোচ খুঁজতে গেলে মাঠে প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের মধ্যে বাছা দরকার। "

আজহারউদ্দিনের এই মন্তব্যে দেশীয় কোচ নিয়ে জল্পনা আরও উস্কিয়ে দিল। বিশেষজ্ঞদের মতে, দেশের কোচ হিসাবে সৌরভ বা দ্রাবিড়কেই বেশি পচ্ছন্দ করছেন আজহারউদ্দিন। কারণ তিনি মনে করেন, ৪০-৫০টি টেস্ট খেলেছেন এমন খেলোয়াড়দের অভিজ্ঞতা দলের জন্য গ্রহণযোগ্য। ধোনির অধিনায়কত্বেও দরাজ প্রশংসা করলেন আজহার।

.