ICC Men's T20I Team Of 2021: অধিনায়ক Babar Azam, নেই কোনও ভারতীয়!

নির্বাচিত একাদশে ঠাঁই পেল না কোনও ভারতীয়!

Updated By: Jan 19, 2022, 05:34 PM IST
ICC Men's T20I Team Of 2021: অধিনায়ক Babar Azam, নেই কোনও ভারতীয়!
বাবর আজম

নিজস্ব প্রতিবেদন: গতবছরের সেরা টি-২০ পুরুষ দল (ICC Men's T20I Team Of 2021) বেছে নিল আইসিসি (ICC)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার বেছে নেওয়া একাদশে ঠাঁই পাননি কোনও ভারতীয় ক্রিকেটার! দলের অধিনায়ক হয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। গতবছর বাবর ছিলেন আগুনে ফর্মে। টি-২০ বিশ্বকাপে তাঁর ব্যাট শাসন করেছিল। ৬ ম্যাচে করেছিলেন ৩০৩ রান। বাবরের অধিনায়কত্ব প্রশংসিত হয়েছিল ক্রিকেট মহলে। সুপার টুয়েলভে কোনও ম্যাচ না হেরে পাকিস্তান কুড়ি ওভারের বিশ্বকাপের শেষ চারে গিয়েছিল পাকিস্তান। বাবর ২০২১ সালে দেশের জার্সিতে ২৯টি টি-২০ ম্যাচে বাবর ৯৩৯ রান করেন ৩৭.৫৬-এর গড়ে। 

বাবর ছাড়াও পাকিস্তানের আরও দুই ক্রিকেটার দলে রয়েছেন। উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) রয়েছেন টিমে। রিজওয়ান বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এক অনন্য নজির করেছেন গতবছর। এক ক্য়ালেন্ডার বছরে টি-২০ ক্রিকেটে ২০০০-এর ওপর রান করেন তিনি! ১৮টি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি সহ তাঁর ব্যাট থেকে আসে ২০৩৬ রান। রিজওয়ান ২৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৩৪.৮৯-এর স্ট্রাইক রেটে ১৩২৬ রান করেন। রিজওয়ানের গড় ছিল ৭৩.৬৬। রিজওয়ান গতবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান শিকারিও হন। দ্বিতীয় স্থানে থামেন বাবর (৯৩৯ রান)

আরও পড়ুন:BBL: ‘ডাবল হ্যাটট্রিক’ করে বিরল নজির গড়লেন Melbourne Renegades-এর Cameron Boyce, ভিডিও দেখুন

২১ বছরের আফ্রিদির বোলিংয়ে মোহিত করেছিলেন বাইশ গজকে। ২১ বছরের জোরে বোলার নতুন বলে আগুন জ্বালান তিনি। পুরনো বলেও করেন রিভার্স সুইং। দেশের হয়ে ২১টি টি-২০ ম্যাচে ২৩ উইকেট নেন আফ্রিদি। তাঁর গড় ছিল ২৬.০৪। ইকনমি ছিল ৭.৮৬। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার মিচেল মার্শ ও জোশ হ্যাজেলউড রয়েছেন টিমে।

২০২১ সালের সেরা টি-২০ পুরুষ দল: জস বাটলার (Jos Buttler), মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan), বাবর আজম (Babar Azam)  আইডেন মারক্রম (Aiden Markram), মিচেল মার্শ (Mitchell Marsh) , ডেভিড মিলার (David Miller), তাবরেজ শামসি (Tabraiz Shamsi), জোশ হ্য়াজেলউড (Josh Hazlewood), ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga), মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) ও শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.