নোটকাণ্ড নিয়ে মোদীর পাশে দাঁড়াতে সেহবাগের ট্যুইট নিয়ে দেশ উত্তাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল ঘোষণার পরেই সারা দেশ জুড়ে তোলপাড় হয়ে চলেছে। দেশের মানুষ প্রথমে চিন্তিত হলেও, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে যেতে শুরু করেছে। কিন্তু মহা ফ্যাসাদে পড়ে গিয়েছে কালো টাকার মালিকেরা। বিপুল পরিমান টাকা এতদিন তারা গোপন করে গিয়েছে। প্রধানমন্ত্রীর ৫০০ টাকা, ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণায়, তাদের সেই সমস্ত গোপন টাকা হঠাত্‌ কাগজে পরিণত হয়েছে। তারা সেই টাকা ব্যাঙ্কে গিয়ে বদলাতেও পারছে না। আবার সেই বিপুল পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা করতেও পারছে না। তাহলে সেই টাকার উত্‌স কী, তা জানাতে হবে আয়কর দফতরকে। সম্প্রতি জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, এবার গঙ্গা নদীর ‘ব্যাঙ্ক’ বা তীরে কালো টাকা আবিস্কার করা যাবে। এবং সেই কালো টাকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও তিনি নেবেন।

Updated By: Nov 21, 2016, 03:34 PM IST
নোটকাণ্ড নিয়ে মোদীর পাশে দাঁড়াতে সেহবাগের ট্যুইট নিয়ে দেশ উত্তাল

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল ঘোষণার পরেই সারা দেশ জুড়ে তোলপাড় হয়ে চলেছে। দেশের মানুষ প্রথমে চিন্তিত হলেও, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে যেতে শুরু করেছে। কিন্তু মহা ফ্যাসাদে পড়ে গিয়েছে কালো টাকার মালিকেরা। বিপুল পরিমান টাকা এতদিন তারা গোপন করে গিয়েছে। প্রধানমন্ত্রীর ৫০০ টাকা, ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণায়, তাদের সেই সমস্ত গোপন টাকা হঠাত্‌ কাগজে পরিণত হয়েছে। তারা সেই টাকা ব্যাঙ্কে গিয়ে বদলাতেও পারছে না। আবার সেই বিপুল পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা করতেও পারছে না। তাহলে সেই টাকার উত্‌স কী, তা জানাতে হবে আয়কর দফতরকে। সম্প্রতি জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, এবার গঙ্গা নদীর ‘ব্যাঙ্ক’ বা তীরে কালো টাকা আবিস্কার করা যাবে। এবং সেই কালো টাকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও তিনি নেবেন।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর প্রাক্তণ ভারতীয় ক্রিকেট দলের ওপেনার বীরেন্দ্র সেহবাগ দারুন প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নোট বাতিলের প্রসঙ্গেও তাঁকে দারুন পরামর্শ দিয়েছেন বীরু। বলেছেন, ’৩১ মার্চের পর ৫টি ‘ব্যাঙ্ক’ পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট নেবে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, গোদাবরী।’

 

আরও পড়ুন এ বছরে টেস্টে সবথেকে বেশি উইকেট পাওয়া ১০ জন বোলার কে দেখুন

জাপান সফরে মোদী বলেছিলেন যে, ‘আমি খুব স্পষ্ট করে জানাচ্ছি যে, সমস্ত কালো টাকার উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। যদি কোনও ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়, তাহলে সেই ব্যক্তির টাকার উত্‌স সম্পর্কে খতিয়ে দেখা হবে। নোট বাতিলে সত্‌ মানুষ কখনওই সমস্যায় পড়বেন না। একমাত্র অসত্‌ ব্যক্তিরই সমস্যা হবে। আর কোনও অসত্‌ ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। যাঁরা আমাকে চেনেন, তাঁরা খুবই বুদ্ধিমান। তাই তাঁরা খুবই ভালো করে জানেন যে, এখন তাঁদের একমাত্র পথ গঙ্গা।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন জানিয়ে সেহবাগের এই ট্যুইট খুবই যথাযথ বলে মনে করছেন বুদ্ধিজীবীরা।

আরও পড়ুন জানুন কেন রিলায়েন্স জিও-র সাবস্ক্রিপশন কমে গিয়েছে

.