Ronaldinho: ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহোর ছেলে এখন বার্সেলোনার অ্যাকাডেমিতে

১৭ বছর বয়সী মেন্দেস গত ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডেরবিরুদ্ধে একটি বেসরকারি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন। বয়সভিত্তিক এ ও বি দলের সমন্বয়ে গড়া হয়েছিল ওই দল। ম্যাচটিতে নজরকাড়া পারফরম্যান্স করেন তিনি। এরপরেই বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে খেলার সুযোগ পেলেন মেন্দেস। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 3, 2023, 01:19 PM IST
Ronaldinho: ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহোর ছেলে এখন বার্সেলোনার অ্যাকাডেমিতে
বাবা রোনাল্ডিনহোর মতোই এবার বার্সেলোনাতে নাম লেখালেন ছেলে জোয়াও মেন্দেস।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি বিখ্যাত বাবার সন্তান। তবে তাঁর বিখ্যাত হয়ে উঠতে এখনও অনেক সময় রয়েছে। জোয়াও মেন্দেসের (Joao Mendes) গায়ে বার্সেলোনার (Barcelona) জার্সি উঠেছিল মাসখানেক আগেই। তখনও তাঁর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি বার্সার। তবে এবার সেই চুক্তি আনুষ্ঠানিক করল স্পেনের বিখ্যাত ক্লাব। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহোর (Ronaldinho) ছেলে জোয়াও মেন্দেস এখন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে (La Masia Academy) খেলার সুযোগ পেলেন। বার্সেলোনার তরফ থেকে টুইট করে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। 

বার্সার হয়ে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনাল্ডিনহো 'মুন্দো দেপোর্তিভো'র একটি অনুষ্ঠানে বলেছিলেন, "বার্সেলোনা আমার জীবনের অংশ। আমি কখনই নিজেকে ক্লাবের বাইরে ভাবি না। আমি যেখানেই যাব, বার্সেলোনাকে সঙ্গে নিয়ে যাব। বার্সেলোনায় আমার ছেলের আগমনে আমি এখন আগের চেয়েও ক্লাবের সঙ্গে আরও বেশি জড়িয়ে থাকব।" 

১৭ বছর বয়সী মেন্দেস গত ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডেরবিরুদ্ধে একটি বেসরকারি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন। বয়সভিত্তিক এ ও বি দলের সমন্বয়ে গড়া হয়েছিল ওই দল। ম্যাচটিতে নজরকাড়া পারফরম্যান্স করেন তিনি। এরপরেই বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে খেলার সুযোগ পেলেন মেন্দেস। এর ইঙ্গিত অবশ্য কয়েকদিন আগেই দিয়েছিলেন রোনাল্ডিনহো স্বয়ং।

আরও পড়ুন: Lionel Messi: চলল ১৪ রাউন্ড গুলি! নিজের শহরেই প্রাণনাশের হুমকি পেলেন মেসি

আরও পড়ুন: Lionel Messi: একেবারে 'সোনার মন'! বিশ্বজয়ী আর্জেন্টিনা দলকে ৩৫টি সোনার আইফোন উপহার দিচ্ছেন মেসি

ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলেন রোনাল্ডিনহো। মেসি-রোনাল্ডোর আধিপত্য শুরুর আগে বিশ্ব ফুটবলে অন্যতম সেরা এই তারকা কেরিয়ারের ১৭ বছরের ৫ বছরই কাটিয়েছেন ক্যাম্প ন্যুতে। একবার ব্যালন ডি’অর আর দুবার ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন রোনাল্ডিনহো। বার্সেলোনার জার্সিতে ২০৭ ম্যাচে রোনাল্ডিনহোর গোলসংখ্যা ৯৪। বার্সেলোনা ছাড়াও রোনাল্ডিনহো খেলেছেন এসি মিলান ও পিএসজিতে। ব্রাজিলে খেলেছেন গ্রেমিও, অ্যাটলেটিকো 
মিনেইরো, ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনসের হয়ে।

মেন্দেস ১৪ বছর বয়স থেকে খেলা শুরু করেন। প্রথমে ফ্ল্যামেঙ্গো এরপর ভাস্কো দা গামা হয়ে নাম লেখান বোয়া ভিস্তার যুব দলে। ২০১৯ সালে আর এক ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর স্কাউটদের নজরে পড়েন নিজের প্রতিভার গুণে। এর পর থেকে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর যুব দলেই ছিলেন। চলতি বছরই সেই চুক্তি বাতিল করে স্পেনে পা রেখে বার্সায় যোগ দিলেন মেন্দেস। এখন তাঁর ফুটবল কেরিয়ার কোন খাতে বয়ে যায় সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.