১০ মাস পর অবশেষে দৌড় থামল বায়ার্ন মিউনিখের

২৩ ম্যাচ পর থামল জার্মান জায়ান্টদের বিজয়রথ

Updated By: Sep 28, 2020, 10:25 AM IST
১০ মাস পর অবশেষে দৌড় থামল বায়ার্ন মিউনিখের

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দৌড় থামল বায়ার্ন মিউনিখের। টানা ২৩ ম্যাচ জয়ের পর থামল বায়ার্নের বিজয়রথ। টানা ৩২টি ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। ১০ মাস পর হারের মুখ দেখল জার্মান জায়ান্টরা। বুন্দেসলিগায় অ্যাওয়ে ম্যাচে হফেনহাইমের কাছে ৪-১ গোলে হারল ইউরোপ সেরারা।

ম্যাচের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় হফেনহাইম। প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় এরমিন বিকাকচিচের গোলে এগিয়ে যায় হফেনহাইম। ৮ মিনিট বাদেই মুনাস দাব্বুর ব্যবধান ২-০ করেন। গোল পরিশোধের লক্ষ্যে পাল্টা আক্রমণ শানাতে থাকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। ৩৬ মিনিটে হোসুয়া কিমিচ বায়ার্ন মিউনিখের হয়ে ব্যবধান কমান। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলায় ফিরবে, এমন আশায় জল ঢেলে দেন হফেনহাইমের আন্দ্রে ক্রেমারিচ। ৭৭ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন আন্দ্রে ক্রেমারিচ।  দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি পায় হফেনহাইম। সেখান থেকে ফের গোল করে বায়ার্নের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ক্রোট ফুটবলার আন্দ্রে ক্রেমারিচ। 

 

আরও পড়ুন- ২০ মিনিটে জোড়া গোল, অ্যাটলেটিকোতে স্বপ্নের অভিষেক সুয়ারেজের

বুন্দেশলিগায় ২টো ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হফেনহাইম। অন্যদিকে বায়ার্ন মিউনিখ রবিবার রাতে হফেনহাইমের কাছে হেরে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে নেমে গিয়েছে।

.