আইপিএলে ১ ওভারের দাম ১ কোটি

Updated By: Sep 7, 2017, 03:09 PM IST
আইপিএলে ১ ওভারের দাম ১ কোটি

ওয়েব ডেস্ক: ২০১৮ থেকে ২০২২, এই পাঁচ বছর আইপিএল সম্প্রচারের স্বত্ত্ব পেল স্টার ইন্ডিয়া। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে রেকর্ড ১৬ হাজার ৩৪৭ কোটি টাকার চুক্তি করে স্টার। যার অর্থ প্রতিটি আইপিএল ম্যাচের জন্য স্টার বিসিসিআইকে দেবে গড়ে ৫৫ কোটি টাকা, যা একটি আন্তর্জাতিক ম্যাচের থেকে অন্তত ১২ কোটি টাকা বেশি। 'ফিনান্সিয়াল এক্সপ্রেস' পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচার করতে স্টারকে খরচ করতে হয় ৪৩ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, স্টার যদি প্রতি আইপিএল ম্যাচ দেখাতে ৫৫ কোটি টাকা খরচ করে তাহলে প্রত্যেক ওভার সম্প্রচারের জন্য স্টারকে খরচ করতে হচ্ছে ১.৩ কোটি টাকা (৫৫ কোটি/৪০ ওভার)। অর্থাৎ আইপিএলে প্রতিটা বল সম্প্রচার করতে স্টারের খরচ হবে প্রায় ৫ লাখ টাকার ওপরে। 

উল্লেখ্য, আইপিএলের স্বত্ত্ব কেনার আগে (২০১৮-২০২২) ভারতীয় দলের স্পন্সরর ছিল স্টার। এই বছরই স্টারের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিসিআইইয়ের। স্টারের ছেড়ে যাওয়া স্থান পূরণ করে চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপ্পো। শ্রীলঙ্কা সফরের আগে পর্যন্ত ভারতের জার্সিতে স্টারের লোগো ছিল। ওপ্পো মোবাইলের সঙ্গে চুক্তির পর ভারতীয় দলের টেস্ট এবং ওডিআই উভয় জার্সিতেই দেখা যায় ওপ্পো লেখা লোগো। 

.