Virat Kohli and KL Rahul: 'বিরাট' রানের খোঁজে নেটে ব্যস্ত কোহলির সঙ্গে কেএল রাহুল

তিন বছর হয়ে গেল টেস্টে বিরাটের ব্যাট থেকে তিন অংকের রান আসেনি। সীমিত ওভারের ক্রিকেটে বিরাট তাঁর রাজকীয় মেজাজ দেখালেও, চলতি সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি। 

Updated By: Feb 27, 2023, 04:58 PM IST
Virat Kohli and KL Rahul: 'বিরাট' রানের খোঁজে নেটে ব্যস্ত কোহলির সঙ্গে কেএল রাহুল
নেটে খোশমেজাজে বিরাট কোহলির সঙ্গে কেএল রাহুল। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'জনেই ভারতীয় ক্রিকেটের ব্যাটিংয়ের মেরুদণ্ড। অথচ বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (KL Rahul) কেউই বড় রানের মুখ দেখতে পারছেন না। আর তাই চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্টের আগে ব্যাটিং সাধনায় মগ্ন টিম ইন্ডিয়ার (Team India) দুই তারকা। শুধু বিরাট ও রাহুল নন, সোমবার ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) শুভমন গিল (Shubman Gill), ঈশান কিশান (Ishan Kishan), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) অনুশীলন করতে দেখা গেল। সেই ভিডিয়ো বিসিসিআই (BCCI) নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। 

তিন বছর হয়ে গেল টেস্টে বিরাটের ব্যাট থেকে তিন অংকের রান আসেনি। সীমিত ওভারের ক্রিকেটে বিরাট তাঁর রাজকীয় মেজাজ দেখালেও, চলতি সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি। নাগপুরে ১২ রানে আউট হওয়ার পর, দিল্লি টেস্টের দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৪ ও ২০ রান। এমন প্রেক্ষাপটে তাঁর কাছ থেকে বড় রানের প্রত্যাশা বাড়ছে।  

আরও পড়ুন: IPL 2023: দেশ ও চোটের জন্য ক্রোড়পতি লিগে নেই ছয় তারকা, ছবিতে দেখুন

আরও পড়ুন: Jasprit Bumrah Injury: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্স, বিশ্বকাপের আগে মাঠেই নামতে পারবেন না বুমরা

১০৬ টেস্টে এখনও পর্যন্ত ৮১৯৫ রান করা বিরাটের সেরা পারফরম্যান্স কিন্তু অজিদের বিরুদ্ধেই। এরমধ্যে ২২টি টেস্টের ৩৯টি ইনিংসে করেছেন ১৭৫৮ রান। গড় ৪৬.২৬। সঙ্গে রয়েছে পাঁচটি অর্ধ শতরান ও সাতটি শতরান। ২০১৪ সালে মেলবোর্নে করেছিলেন সর্বোচ্চ ১৬৯। এহেন বিরাট বাকি দুই টেস্টে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে পারেন কিনা সেটাই দেখার। 

বিরাট তাঁর কাঙ্খিত শতরান না পেলেও, তেমন সমালোচনা সহ্য করছেন না। তবে কে এল রাহুলকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় বইতে শুরু করে দিয়েছে। তিন ফরম্যাটেই রান পাচ্ছেন না কে এল রাহুল। বিশেষ করে টেস্টে তিনি একেবারে ফ্লপ। ২০২১ সালে দক্ষিণ সফরে গিয়ে সেঞ্চুরিয়ান টেস্টে ১২৩ রান করেছিলেন কে এল রাহুল। এরপর থেকে তাঁর ব্যাট শান্ত। এরপর থেকে ৬টি টেস্টের ১২ ইনিংসে তাঁর ব্যাট শান্ত থেকেছে। এহেন কে এল রাহুল কি বাকি দুই টেস্টের দলে নিজের জায়গা ধরে রাখতে পারবেন? নাকি তরুণ শুভমনকে সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট? সেই দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। 

এক নজরে ভারতের বাকি দুই টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.