মিশরকে হারিয়ে দিল ব্রাজিল

দোহায় দর্শক ঠাসা রায়ান স্টেডিয়ামে খুব সহজেই মিশরকে হারিয়ে দিল ব্রাজিল। খেলার ফল দুই-শুন্য। দুদলে মধ্যে এই প্রীতি ম্যাচের নায়ক ছিলেন ব্রাজিলের জোনাস অলিভিয়েরা। ম্যাচে জোড়া গোল করে এই প্রথম আন্তর্জাতিক গোল করলেন তিনি।

Updated By: Nov 15, 2011, 05:18 PM IST

দোহায় দর্শক ঠাসা রায়ান স্টেডিয়ামে খুব সহজেই মিশরকে হারিয়ে দিল ব্রাজিল। খেলার ফল দুই-শুন্য। দুদলে মধ্যে এই প্রীতি ম্যাচের নায়ক ছিলেন ব্রাজিলের জোনাস অলিভিয়েরা। ম্যাচে জোড়া গোল করে এই প্রথম আন্তর্জাতিক গোল করলেন তিনি। প্রথমার্ধের একটু আগে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন অলিভিয়েরা। দ্বিতীয়ার্ধে আবার ব্যবধান বাড়ান এই সাতাশ বয়েসই ব্রাজিলিয়ন তারকা।
তবে কিছু পরেই গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করায় হ্যাটট্রিক করতে পারলেন না অলিভিয়েরা।

Tags:
.