FIFA ফ্রেন্ডলি ম্যাচে পেরুর কাছে হেরে গেল ব্রাজিল

নেমার, ভিনিসিউস, পাকুয়েতা, ব্রুনো হেনরিকরাও দলের হার বাঁচাতে পারলেন না।

Updated By: Sep 11, 2019, 01:48 PM IST
FIFA ফ্রেন্ডলি ম্যাচে পেরুর কাছে হেরে গেল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদন:  ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর থেকে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকা তিতের ব্রাজিল অবশেষে হারের মুখ দেখল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে পেরুর কাছে ১-০ গোলে হারল কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

লস অ্যাঞ্জেলসে পেরুর বিরুদ্ধে প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রথম একাদশে ছিলেন না নেমার, দানি আলভেজ, থিয়াগো সিলভাসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। স্বাভাবিকভাবেই খেলায় ছন্দ ছিল না সেলেকাওদের। আগের ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলের হার বাঁচিয়েছিলেন নেমার। এদিন আর তেমন কিছু করতে পারলেন না তিনি। নেমার, ভিনিসিউস, পাকুয়েতা, ব্রুনো হেনরিকরাও দলের হার বাঁচাতে পারলেন না। ৮৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার লুইস আব্রাহাম।

আরও পড়ুন - মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকোকে উড়িয়ে দিল মেসিহীন আর্জেন্টিনা

কোপা আমেরিকায় পেরুকে দুবার হারিয়েছিল ব্রাজিল। গ্রুপ পর্বে ৫-০ গোলে আর ফাইনালে ৩-১ গোলে জিতে নেয় তিতের দল। কিন্তু এবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে হারের মুখ দেখল ব্রাজিল।

 

Tags:
.