কুটিনহোর হ্যাটট্রিকে ছন্দে সেলেকাওরা, হাইতি উড়ে গেল ৭-১ গোলে

Updated By: Jun 9, 2016, 10:06 AM IST
কুটিনহোর হ্যাটট্রিকে ছন্দে সেলেকাওরা, হাইতি উড়ে গেল ৭-১ গোলে

ওয়েব ডেস্ক: কোপায় সাম্বার ঝলক। বৃহস্পতিবার ভোরে হাইতিকে ৭-১ গোলে দুরমুশ করল ব্রাজিল। সেলেকাওদের হয়ে দুরন্ত হ্যাটট্রিক করেন ফিলিপে কুটিনহো। জোড়া গোল করেন রেনাতো অগাস্তো। একটি করে গোল গ্যাব্রিয়েল আর লিমার। প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে তাঁরা।

বৃহস্পতিবার সকালে কোপা আমেরিকায় দুঙ্গা ব্রিগেডের প্রতিপক্ষ ছিল সোনি নর্ডির দেশ হাইতি। ইকুয়েডরের বিরুদ্ধে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করে চাপে ছিল সেলেকাও ব্রিগেড। ম্যারম্যারে ড্রয়ের পাশাপাশি ব্রাজিলের ফুটবল স্টাইল নিয়েও সমালোচনার ঝড় উঠেছে ফুটবল বিশ্বে। পজিটিভ স্ট্রাইকারের অভাবে ভুগতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তার ওপর দল নিয়ে প্রতি ম্যাচেই পরীক্ষা করে চলেছেন দুঙ্গা। দলে একঝাঁক পরিবর্তন করেও ব্রাজিলকে চেনা ছন্দে পাওয়া যায়নি। যার ফলে কোপার দ্বিতীয় ম্যাচে নামার আগে অ্যাসিড টেস্টের সামনে ছিল দুঙ্গার ব্রাজিল। মাঝমাঠকে ছন্দে ফেরাতে চাইছিলেন দুঙ্গা। ইকুয়েডরের বিরুদ্ধে সেলেকাও ব্রিগেডের মাঝমাঠের খেলা একদমই দানা বাধেনি। অপেক্ষাকৃত দুর্বল হাইতির বিরুদ্ধে ঘুরে দাঁড়াল দুঙ্গা অ্যান্ড কোং। 

.