ফুটবলে জিতলেও, ক্রিকেটে ভারতের কাছে হারল ইংল্যান্ড

রাশিয়ায় কলম্বিয়াকে হারালেও, ম্যাঞ্চেস্টারে হারল মর্গ্যানবাহিনী।

Updated By: Jul 4, 2018, 07:23 AM IST
ফুটবলে জিতলেও, ক্রিকেটে ভারতের কাছে হারল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচ ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। রাশিয়ায় কলম্বিয়াকে হারালেও, ম্যাঞ্চেস্টারে হারল মর্গ্যানবাহিনী। জয় দিয়েই ইংল্যান্ড সফর শুরু করল বিরাট অ্যান্ড কোম্পানি। কেএল রাহুল ও কুলদীপ যাদবের দাপটে প্রথম টি-টোয়েন্টিতে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

কয়েকদিন আগেই অজি বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছিলেন ইংল্যান্ডের যে ব্যাটসম্যানরা মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে কুলদীপ যাদবের কাছে তারাই গুটিয়ে গেলেন। এক ওভারে তিন-তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে দিলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর শিকার পাঁচ উইকেট। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জোস বাটলারের ৬৯(৪৬), জেসন রয়ের ৩০(২০) এবং শেষ দিকে ইউলির অপরাজিত ২৯(১৫) রানের সৌজন্যে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে ইংল্যান্ড। কুলদীপের পাঁচ উইকেটের পাশাপাশি উমেশ যাদব নিলেন দু'টি উইকেট।

আরও পড়ুন - কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

১৬০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানকে (৪) হারায় ভারত। ধাওয়ান প্যাভিলিয়নে ফিরতেই মাঠে নামেন কে এল রাহুল। তিন নম্বরে নেমে অপরাজিত শতরান করে দলকে জয় এনে দিলেন তিনি। ৫৪ বলে ১০১ রান করেন রাহুল। দশটা চার আর পাঁচটা ছয়ে সাজানো তাঁর ইনিংস। ৩২ রান করেন রোহিত শর্মা। ২০ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। জয়সূচক ছয়টি মারেন ক্যাপ্টেন কোহালিই। তার আগে অবশ্য টি-টোয়েন্টিতে ২,০০০ রান এদিনই পূর্ণ করেন তিনি। ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কূলদীপ যাদব।

.