ক্যাসিয়াসকে ছুঁলেন বুফোঁ

Updated By: Nov 17, 2016, 10:21 AM IST
 ক্যাসিয়াসকে ছুঁলেন বুফোঁ

ব্যুরো: জার্মানির বিরুদ্ধে ড্র ম্যাচে এক অনন্য মাইলস্টোন স্পর্শ করলেন ইতালির গোলকিপার বুফোঁ। ইউরোপীয় ফুটবলারদের মধ্যে দেশের জার্সি গায়ে সর্বোচ্চ একশো সাতষট্টি ম্যাচ খেলার রেকর্ড ছিল স্পেনের গোলরক্ষক ইকের ক্যাসিয়াসের দখলে। ইতালির হয়ে সমসংখ্যক ম্যাচ খেলে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন এই বর্ষীয়ান গোলরক্ষক। তবে ম্যাচ জিতে এই মাইলফলক সেলিব্রেট করতে পারলেন না তিনি। গোলশূন্যভাবে ড্র হল জার্মানি-ইতালি ম্যাচ। এরই পাশাপাশি টানা তিন ম্যাচের পরও জয়ের ট্র্যাকে ফিরতে পারল না ইতালি। আরও পড়ুন- বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একটানা ৬ ম্যাচে জয় ব্রাজিলের

.