এখন নিজেকে দুষছেন ওয়ার্নারের স্ত্রী

স্বামীকে কান্নায় ভেঙে পড়তে দেখে নিজেকেই দুষছেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস।

Updated By: Apr 1, 2018, 08:54 PM IST
এখন নিজেকে দুষছেন ওয়ার্নারের স্ত্রী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন :  বল বিকৃতি-কাণ্ডে নির্বাসনের পর সাংবাদিক সম্মেলনে এসে কান্নায় ভেঙে পড়েছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। শনিবারই ক্রিকেট বিশ্বের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ওয়ার্নার। স্বামীকে কান্নায় ভেঙে পড়তে দেখে নিজেকেই দুষছেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস।

আরও পড়ুন - স্মিথকে খোঁচা! বল বিকৃতি না করেও রিভার্স সুইং করা যায় বললেন ওয়াকার

ওয়ার্নার সাংবাদিক সম্মেলনে সব প্রশ্নের উত্তর না দিলেও অস্ট্রেলিয় সংবাদমাধ্যমকে ক্যান্ডিস জানিয়েছেন, "ওয়ার্নারের এই অবস্থার জন্য আমিই দায়ী। যা ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি। পুরো ঘটনাটাই আমাকে খুব কষ্ট দিচ্ছে।"

সেইসঙ্গে ১২ মাসের নির্বাসন কাটিয়ে ওয়ার্নারের ক্রিকেটে ফেরা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ টুইটারে ওয়ার্নার লিখেছেন, " জানি অনেক প্রশ্নের উত্তর দিতে পারলাম না। সময়ই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে।"

শোনা যাচ্ছে ,শাস্তি পুনর্বিবেচনার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করতে পারেন ডেভিড ওয়ার্নার।  

.