কেন্দ্রীয় বাজেট ২০১৪, বাড়ল আয়করের ঊর্ধ্বসীমা

নিজেদের প্রথম বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াল এনডিএ সরকার। আগে বছরে দুলক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কর দিতে হোত না। এবার সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হল। প্রবীণ নাগরিকদের আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হয়েছে। নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেট। কোষাগারের হাল ফেরাতে সংস্কারের কড়া পথে তাঁরা যে হাঁটবেন, সেই ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু আয়কর ছাড়ে নরম হলেন অর্থমন্ত্রী।

Updated By: Jul 10, 2014, 04:52 PM IST

নিজেদের প্রথম বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াল এনডিএ সরকার। আগে বছরে দুলক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কর দিতে হোত না। এবার সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হল। প্রবীণ নাগরিকদের আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হয়েছে। নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেট। কোষাগারের হাল ফেরাতে সংস্কারের কড়া পথে তাঁরা যে হাঁটবেন, সেই ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু আয়কর ছাড়ে নরম হলেন অর্থমন্ত্রী।

এতদিন পর্যন্ত বছরে দুলক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কর দিতে হোত না।

এবার সেই বিধিবদ্ধ ছাড়ের ঊর্ধ্বসীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হয়েছে।

বছরে আড়াই লক্ষের বেশি থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের রোজগার তাঁদের দশ শতাংশ হারে কর গুণতে হবে

যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষের বেশি থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের কর দিতে হবে ২০ শতাংশ হারে

বার্ষিক ১০ লক্ষ টাকার ওপর যাঁদের রোজগার তাঁদের করের হার ৩০ শতাংশ

আয়করে ছাড় দেওয়া হয়েছে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদেরও। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ থেকে বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হয়েছে।

করছাড় দেওয়া হয়েছে গৃহঋণেও। দেড় লক্ষ টাকা থেকে বাড়িয়ে তা দুলক্ষ টাকা করা হয়েছে।

এইট্টি সি-তে ছাড়ের ঊর্ধ্বসীমা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে।

পিপিএফে এখন বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে।

বার্ষিক প্রভিডেন্ট ফান্ডের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেড় লাখ

.