পাকিস্তানকে সমর্থন করতে মোহালিতে কাশ্মীর থেকে দর্শক এসেছেন, বক্তব্যে বিতর্কে আফ্রিদি

ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি। নিউজিল্যান্ড ম্যাচের আগে আফ্রিদি বলেন কাশ্মীর থেকে অনেক দর্শক তাদেরকে সমর্থন করতে মোহালি এসেছেন। আফ্রিদির মন্তব্যকে ভালভাবে নেয়নি বিসিসিআই। পাক অধিনায়কে সমালোচনা করতে ছাড়েননি বোর্ড সচিব অনুরাগ ঠাকুর।

Updated By: Mar 23, 2016, 09:25 PM IST
পাকিস্তানকে সমর্থন করতে মোহালিতে কাশ্মীর থেকে দর্শক এসেছেন, বক্তব্যে বিতর্কে আফ্রিদি

ব্যুরো:ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি। নিউজিল্যান্ড ম্যাচের আগে আফ্রিদি বলেন কাশ্মীর থেকে অনেক দর্শক তাদেরকে সমর্থন করতে মোহালি এসেছেন। আফ্রিদির মন্তব্যকে ভালভাবে নেয়নি বিসিসিআই। পাক অধিনায়কে সমালোচনা করতে ছাড়েননি বোর্ড সচিব অনুরাগ ঠাকুর।

বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি। মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টসের সময় আফ্রিদির হয়ে গলা ফাটাচ্ছিলেন এক দল সমর্থক। তাঁকে জিজ্ঞেস করা হলে আফ্রিদি জানান পাকিস্তানকে সমর্থন করতে কাশ্মীর থেকে এসেছেন বহুদর্শক। পাশাপাশি কলকাতার দর্শকদেরও পাক দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানান পাক অধিনায়ক। আফ্রিদির মন্তব্যকে ভালভাবে নেয়নি বিসিসিআই। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর কড়া ভাষায় আফ্রিদির বক্তব্যের সমালোচনা করেছেন ।

এর আগেও সাংবাদিক সম্মেলনে ভারত প্রেমের কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন শাহিদ আফ্রিদি।

.