আজ কোপা ইতালিয়া জয়ে রোনাল্ডোর জুভেন্টাসের সামনে কাঁটা গাতুসোর নাপোলি

কোপা ইতালিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি খেতাব জয়ের নজির রয়েছে জুভেন্টাসের।

Updated By: Jun 17, 2020, 06:01 PM IST
আজ কোপা ইতালিয়া জয়ে রোনাল্ডোর জুভেন্টাসের সামনে কাঁটা গাতুসোর নাপোলি

নিজস্ব প্রতিবেদন:  আজ মধ্যরাতে কোপা ইতালিয়ার মেগা ফাইনালে মুখোমুখি জুভেন্টাস ও নাপোলি। আরও একটা খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করোনা পরবর্তী সময়ে ফুটবলে ফিরে এসি মিলানের বিরুদ্ধে কোপা ইতালিয়ার দ্বিতীয় লেগের ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন সিআর সেভেন। বুধবার রাতে সে সব ভুলে আবার নতুন করেই শুরু করতে চাইবেন পর্তুগিজ সুপারস্টার।

রোনাল্ডোর কাপ জয়ে পথের কাঁটা হতে পারেন গাতুসো। ফুটবল কেরিয়ারে নজরকাড়া সাফল্য থাকলেও কোচ হিসেবে এখনও সাফল্যের মুখ দেখেনি ইতালির জাতীয় দলের কিংবদন্তি তারকা জেনারো গাতুসো। কোচ হিসেবে কোপা ইতালিয়া জয়ের স্বপ্ন দেখছেন তিনি। সিরি-এ তে শেষবার জুভেন্টাসকে হারিয়েছিল নাপোলি। তাই রোমের অলিম্পিক স্টেডিয়ামে আজ বদলার ম্যাচ মৌরিসিও সারির ছেলেদের। ভারতীয় সময় ঠিক রাত সাড়ে বারোটা থেকে সেয়ানে সেয়ানে লড়াইয়ের অপেক্ষা।

কোপা ইতালিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি খেতাব জয়ের নজির রয়েছে জুভেন্টাসের। ১৩ বার কোপা ইতালিয়া জিতেছে তুরিনের ক্লাবটি।  অন্যদিকে মারাদোনার ক্লাব নাপোলি কোপা ইতালিয়া জিতেছে ৫ বার। শেষবার জেতে ২০১৪ সালে। ২০১৪ সাল থেকে পর পর চারবার কোপা ইতালিয়া জিতলেও গতবার জিততে পারেনি জুভেন্টাস। সেমি ফাইনালে পেনাল্টি মিস করা রোনাল্ডো কিন্তু বড় মঞ্চে বরাবরই জ্বলে ওঠেন। একাই ব্যবধান গড়ে দিতে পারেন সিআর সেভেন। আর তেমনটা হলে গাতুসোর দলের ছেলেদের কপালে দুঃখ আছে।

আরও পড়ুন - লাদাখে শহিদ জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট; বরখাস্ত করা হল ধোনির দলের ডাক্তারকে

 

.