বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভারতের

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা আট ফুটবলার এদিন আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম একাদশে খেলেন।

Updated By: Aug 6, 2018, 03:59 PM IST
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভারতের
সৌজন্যে - টুইটার

ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলে জোড়া সাফল্য। স্পেনে আয়োজিত অনূর্ধ্ব-২০ COTIF কাপে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় ফুটবল দল। অন্যদিকে অনূর্ধ্ব-১৬ ডব্লিউএএফএফ টুর্নামেন্টে এশিয়ান চ্যাম্পিয়ন ইরাককে হারাল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন - শহরে এলেন লাল-হলুদের কোস্তা রিকান বিশ্বকাপার জনি

স্পেনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ COTIF কাপে ভারত হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ছ'বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের চার মিনিটের মধ্যেই দীপক টাংরির গোলে এগিয়ে যায় ভারত। এগিয়ে গিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়াতে থাকে ভারতীয় দল।কিন্তু প্রথমার্ধে ব্যবধান আর বাড়েনি। দ্বিতীয়ার্ধে শুরুতে ধাক্কা খায় ভারত। লাল কার্ড দেখেন ভারতের অনিকেত যাদব। ম্যাচের বয়স তখন সবে ৫০ মিনিট গড়িয়েছে। কিন্তু তাতেও দমে যায়নি ভারতের তরুণ ব্রিগেড। ৬৮ মিনিটে দুরন্ত ফ্রি কিকে গোল করে ভারতকে দুই গোলে এগিয়ে দেন আনোয়ার আলি। শেষ দিকে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেনি মেসির দেশ। শেষ ৪০ মিনিট দশজনে খেলেও আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল ভারত। এ যেন স্পেনের মাটিতে ভারতীয় ফুটবলের অভ্যুত্থান।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা আট ফুটবলার এদিন আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম একাদশে খেলেন। এর আগে আর্জেন্টিনার বিরুদ্ধে ভারত শেষ খেলেছিল ১৯৮৪ সালে নেহেরু কাপে। সেইবার ১-০ গোলে হারে ভারত। যদিও এই আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বে রয়েছেন ২০০৬ সালের আর্জেন্টাইন বিশ্বকাপার লিওনেল স্কোলানি। সঙ্গে রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পাবলো আইমার। যাঁরা দুজনেই আর্জেন্টিনার সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সদ্য দায়িত্ব পেয়েছেন। 

 অনূর্ধ্ব-১৬ ডব্লিউএএফএফ টুর্নামেন্টে ভারত ১-০ গোলে হারাল ইরাককে। ম্যাচের জয়সূচক গোলটি করে ভুবনেশ। আগের ম্যাচেই ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করে অনূর্ধ্ব-১৬ ভারতীয় দল। এই প্রথম ইরাককে হারাল কোনও ভারতীয় ফুটবল দল। ইরাকের বিরুদ্ধে জয়ের পর অনূর্ধ্ব-১৬ দলকে শুভেচ্ছা জানিয়েছেন সুনীল ছেত্রী। 

.