Guinness World Records: গিনেস বিশ্ব রেকর্ডে Cristiano Ronaldo

গিনেসের স্বীকৃতি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Updated By: Sep 3, 2021, 02:34 PM IST
Guinness World Records: গিনেস বিশ্ব রেকর্ডে Cristiano Ronaldo

নিজস্ব প্রতিবেদন:  ইরানের আলি দেইকে টপকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এখন সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। এই বিরল কৃতিত্ব ঠাঁই পেল গিনেস বিশ্ব রেকর্ডে (Guinness World Records)। গিনেসের স্বীকৃতির স্মারক হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন সিআর সেভেন। রোনাল্ডো ফেসবুকে লিখলেন, "গিনেস বিশ্ব রেকর্ডকে ধন্য়বাদ। বিশ্ব রেকর্ড ভাঙার স্বীকৃতি পেতে সবসময় ভাল লাগে। চেষ্টা করব নতুন নম্বরের কীর্তিতে আরও উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়ার।"

আরও পড়ুন: Cristiano Ronaldo: সিআর সেভেন এখন সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা

১০৯টি গোল করে এত দিন যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন আলি দেই ও রোনাল্ডো। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে এখন মসনদে এলেন সিআর সেভেন। দেশের হয়ে ১৮০টি ম্যাচ খেলে এখন রোনাল্ডোর গোল সংখ্যা ১১১টি। রোনাল্ডো ইউরো কাপ চলাকালীনই আলি দেইকে স্পর্শ করে ফেরেছিলেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তিনি দেইকে টপকে গেলেন। রেকর্ডের সঙ্গেই যে রোনাল্ডো চলেন, তা ফের একবার প্রমাণিত হয়ে গেল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.