লাল কার্ড দেখে জুভেন্তাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক রোনাল্ডোর!
স্পট কিক থেকে জুভেকে এগিয়ে নেন মিরালেম পিয়ানিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন সেই পিয়ানিচ।
নিজস্ব প্রতিবেদন : জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় কেরিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন সিআর সেভেন। অবশ্য প্রায় এক ঘণ্টা রোনাল্ডোকে ছাড়া খেলেও ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারাল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির দল।
ESPUGNATO IL MESTALLA!!!
In 10 per più di un'ora, una Juve di grandissima personalità inizia il girone nel migliore dei modi!!! #VCFJuve #FINOALLAFINE #FORZAJUVE pic.twitter.com/49Nmslq35q
— JuventusFC (@juventusfc) September 19, 2018
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রথম সুযোগটা অবশ্য পায় জুভেন্তাসই। কিন্তু রোনাল্ডো কিংবা মানজুকিচ কেউই গোল করতে পারেননি। সাত মিনিটে স্যামি খেদিরার মিস হতাশা বাড়ায় জুভেন্তাসের। এরপর ৩০ মিনিটে জেইসন মুরিয়োকে বক্সে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন রোনাল্ডো।
The moment that saw Cristiano Ronaldo see red
U.S. only] pic.twitter.com/IB3ffZweXw
— B/R Football (@brfootball) September 19, 2018
৩১ মিনিটে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ সুপারস্টার। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ১৫৪ নম্বর ম্যাচে এসে প্রথমবার লাল কার্ড দেখলেন তিনি। তাতে অবশ্য ম্যাচের ভাগ্য বদল হয়নি। কিন্তু ১০ জনের জুভেন্তাসকে চেপে ধরে ভ্যালেন্সিয়া।
Cristiano Ronaldo was sent off for the first time in 154 Champions League appearances.. a clear sabotage, but God will see us through #ronaldo pic.twitter.com/6dgKlLjbok
— neequaye boye (@neequayeboye1) September 19, 2018
বিরতির আগেই অবশ্য এগিয়ে যায় জুভেন্তাস। বক্সে কানসেলোকে ফাউল করেন দানিয়েল পারেয়ো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে জুভেকে এগিয়ে নেন মিরালেম পিয়ানিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন সেই পিয়ানিচ। কর্নারের সময় বক্সে লিওনার্দো বোনুচ্চিকে ফাউল করেন মুরিয়ো। ৫১ মিনিটে পেনাল্টি থেকে আবার নেতোকে ফাঁকি দিয়ে গোলের ঠিকানা খুঁজে নেন পিয়ানিচ। আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া স্প্যানিশ দলটি দ্বিতীয়ার্ধে প্রবল চাপে রাখে জুভেন্তাসকে। ম্যাচের ইনজুরি টাইমে গাব্রিয়েল পাউলিস্তার মুখে দানিয়েল রুগানির কনুই লাগলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ভ্যালেন্সিয়া অধিনায়ক। পারেয়োর শট আটকে দেন ভয়চেখ।