নির্বাসিত ওয়ার্নার এখন নির্মাণ শ্রমিক!
কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে ওয়ার্নারকে ১২ মাস নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ক্রিকেটকে তিনি ভুলতে পারছেন কই? দিন কয়েক আগেই সিডনির রাস্তায় হাঁটতে হাঁটতে আপন মনে শূন্যে ব্যাট ঘোরানোর ছবি ধরা পড়েছে।
নিজস্ব প্রতিবেদন : খেলার কথা ছিল আইপিএল। কিন্তু ব্যাটের বদলে হাতে তুলে নিয়েছেন ড্রিল মেশিন। ক্রিকেটের চিরাচরিত হেলমেটের বদলে শ্রমিকদের হার্ড হ্যাট হেলমেট। নতুন ভূমিকায় পাওয়া গেল নির্বাসিত অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে।
আরও পড়ুন- দুবার জীবনদান পেয়ে হাজার ওয়াটের ঝলকানি শেনের
কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে ওয়ার্নারকে ১২ মাস নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ক্রিকেটকে তিনি ভুলতে পারছেন কই? দিন কয়েক আগেই সিডনির রাস্তায় হাঁটতে হাঁটতে আপন মনে শূন্যে ব্যাট ঘোরানোর ছবি ধরা পড়েছে।
David Warner Spotted Swinging Imaginary Bat In Sydney@davidwarner31#HeartBrokenPic pic.twitter.com/XwBUEBIJoC
— MiR AfZal (@MiROfficial10) April 20, 2018
তবে ক্রিকেট নয়, ওয়ার্নারের 'নতুন চাকরি' পাওয়ার কথা এবার প্রকাশ্যে এনেছেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। নির্মাণ শ্রমিকের পোশাকে সিডনিতে বাড়ি তৈরির কাজ করছেন ওয়ার্নার। আর ডেভিডের হেলমেটে লেখা 'ডি ওয়ার্নার-প্রজেক্ট ম্যানেজার , অ্যাপ্রেন্টিস সেলিব্রিটি।' ক্রিকেট ছেড়ে আপাতত তাই বাড়ি তৈরিতেই ব্যস্ত প্রজেক্ট ম্যানেজার ডেভিড ওয়ার্নার।
২০১৫ সালে ৪০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারে এই জমি কিনেছিলেন ওয়ার্নার। হঠাত্ পাওয়া অবসরে তাই বাড়ি বানাতে ব্যস্ত তিনি। আর বাবাকে উত্সাহ দিতে হার্ড হ্যাট পরে হাজির ওয়ার্নারের দুই কন্যা- আইভি ও ইন্ডি। সেই ছবি পোস্ট করে ক্যান্ডিস লিখেছেন, "দুই মিষ্টি মেয়ে সকালে এসে তাদের শোবার ঘরের ব্যবস্থা দেখতে এসেছে। "