IPL 2021: Rohit কে আউট করে জোড়া রেকর্ডে আইপিএল ইতিহাস লিখলেন Amit

মুম্বইয়ের অধিপতি রোহিতকে আউট করে এক সঙ্গে জোড়া রেকর্ড করে ফেললেন ৩৮ বছরের স্পিনার৷

Updated By: Apr 20, 2021, 10:11 PM IST
IPL 2021: Rohit কে আউট করে জোড়া রেকর্ডে আইপিএল ইতিহাস লিখলেন Amit

নিজস্ব প্রতিবেদন: চিপকে দিল্লি ক্যাপিটালস (DC) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ম্যাচে একাই কামাল করলেন অমিত মিশ্র (Amit Mishra)৷ চার উইকেট তুলে নিয়ে মুম্বইকে বেঁধে দিলেন ১৩৭ রানে৷ প্রাক্তন জাতীয় ক্রিকেটারের শিকার হলেন রোহিত শর্মা (Rohit Sharma), ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া ও কায়রন পোলার্ড৷ মুম্বইয়ের অধিপতি রোহিতকে আউট করে এক সঙ্গে জোড়া রেকর্ড করে ফেললেন ৩৮ বছরের স্পিনার৷

আরও পড়ুন: IPL 2021, DC vs MI: 'বুড়ো' হাড়ে ভেল্কি দেখালেন Amit Mishra! স্পিনের জালে জড়িয়ে মুম্বই তুলল ১৩৭

এদিন ম্যাচের নবম ওভারে অমিত মিশ্র লোপ্পা ডেলিভারি তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন হিটম্যান৷ আর এর সঙ্গেই আইপিএলের ইতিহাসে এই নিয়ে ৭ বার অমিতের শিকার হলেন রোহিত৷ সুনীল নারিন ও বিনয় কুমারের চেয়ে একবার বেশিই তিনি আউট করলেন রোহিতকে৷ এর আগে কোনও বোলার রোহিতকে এতবার আউট করতে পারেননি৷ এছাড়াও এদিন অমিত সন্দীপ শর্মা ও জাহির খানের সঙ্গে এক আসনে বসে দ্বিতীয় রেকর্ডটি করলেন৷ সন্দীপ সাতবার বিরাট কোহলিকে (Virat Kohli) ও জাহির সমসংখ্যক বার এমএস ধোনিকে (MS Dhoni) আইপিএলে আউট করেছেন৷ মঙ্গলবার চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অমিতের বিশাল অভিজ্ঞতাই শেষ কথা বলে দিল৷

.