ধাওয়ান vs ধাওয়ান! কোয়ারান্টাইন প্রিমিয়ার লিগ খেলছেন 'গব্বর'

কোয়ারান্টাইন প্রিমিয়ার লিগের লড়াই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Updated By: Apr 23, 2020, 07:25 PM IST
ধাওয়ান vs ধাওয়ান! কোয়ারান্টাইন প্রিমিয়ার লিগ খেলছেন 'গব্বর'

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। প্রত্যেকেই নিজের মতো সময় কাটানোর চেষ্টা করছেন এই সময়ে। ছবি এঁকে, রান্না করে, ছেলে-মেয়ের সঙ্গে খেলে, ইনডোর গেমসে টাইম পাস কিংবা ফিটনেস ট্রেনিং তো রয়েছেই। এরই মাঝে ধাওয়ান বনাম ধাওয়ান লড়াই জমে উঠেছে। কোয়ারান্টাইন প্রিমিয়ার লিগের লড়াই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

করোনার ধাক্কায় আইপিএল অনিশ্চিত! সব কিছু ঠিকঠাক থাকলে এই সময়টায় আইপিএল খেলতে ব্যস্ত থাকতেনব শিখর ধাওয়ান। কিন্তু এখন তো সে উপায় নেই, তাই ছেলে জোরাভারকে নিয়ে কোয়ারেন্টাইন প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত শিখর।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Quarantine Premier League ka sabse gripping moment  Dhawan vs Dhawan

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

একটি ভিডিয়ো পোস্ট করেছেন শিখর ধাওয়ান, যেখানে দেখা যাচ্ছে ব্যাটসম্যান শিখরকে বল করছেন তাঁর ছেলে জোরাভার। শুধু তাওই নয় এর সঙ্গে জুড়েছে লাইভ কমেন্ট্রি। যা বাপ-ছেলের লড়াইকে আরও জমজমাট করে তুলেছে।
 

আরও পড়ুন- অনিশ্চিত IPL! ফর্মে ফিরতে মরিয়া ধোনি, ১৩বছর পর মুস্তাক আলিতে খেলার ইচ্ছাপ্রকাশ

 

.