ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে ডাক না পাওয়ায় হতাশ শুভমান গিল!

রবিবার ক্যারিবিয়ান সফরের ভারতীয় দল ঘোষণার পরেই হতাশায় ভেঙে পড়েন তিনি।

Updated By: Jul 23, 2019, 09:18 PM IST
ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে ডাক না পাওয়ায় হতাশ শুভমান গিল!

নিজস্ব প্রতিবেদন :  ভারতীয়-এ দলের হয়ে ক্যারিবিয়ান সফরে ভালো পারফর্ম করেও সিনিয়র দলে ডাক পেলেন না শুভমান গিল। স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন পঞ্জাবের এই তরুণ ক্রিকেটারটি।

 

গতবছরই অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন শুভমান গিল। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সফরে কেএল রাহুলের পরিবর্তে একদিনের ম্যাচেও খেলেন তিনি। নিউ জিল্যান্ডে রাহুলের প্রক্সি দিলেও নির্বাচকরা মনে করছেন অভিজ্ঞতা আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রাহুলের পারফরম্যান্সই ক্যারিবিয়ান সফরে দল নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন ওপেনার রাহুল।

আরও পড়ুন - এক নম্বর জায়গা ধরে রাখলেন বিরাট কোহলি!

ক্যারিবিয়ান সফরে ভারতীয় এ দলের হয়ে চারটি ম্যাচে ২১৮ রান করেন শুভমান গিল। রবিবার ক্যারিবিয়ান সফরের ভারতীয় দল ঘোষণার পরেই হতাশায় ভেঙে পড়েন তিনি। তাঁর আশা ছিল, সীমিত ওভারের সিরিজে দলে ডাক পাবেন। তবে হতাশ হলেও এখনই হাল ছাড়তে নারাজ তিনি। পারফরম্যান্সের নিরিখে জাতীয় নির্বাচকদের নজর কাড়াই এই মুহূর্তে পাখির চোখ শুভমান গিলের।    

 

Tags:
.