অষ্টমবার উইম্বলডন খেতাব জেতার পর কী বললেন ফেডেরার?

Updated By: Jul 17, 2017, 12:05 PM IST
অষ্টমবার উইম্বলডন খেতাব জেতার পর কী বললেন ফেডেরার?

ওয়েব ডেস্ক: রবিবার উইম্বলডনে নজির গড়েছেন রজার ফেডেরার। প্রথম কোনও টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন খেতাব জিতলেন অষ্টমবার! এরপর আর তাঁকে সবুজ কোর্টের রাজা না বলে উপায় কী! পাশাপাশি, এখনই ১৯টি গ্র্যান্ড স্লাম খেতাব জেতা হয়ে গেল এই সুইস কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের। তাঁর পারফরম্যান্স দেখে কে বলবে যে, এখন তাঁর বয়স ৩৬ বছর।

আরও পড়ুন বিরাট-অনুষ্কার নিউইয়র্কের সুপার মার্কেটের ছবিটা দেখেছেন?

অষ্টমবার উইম্বলডন খেতাব জিতে ওঠার পর স্বয়ং রজারেরই তো বিশ্বাস হচ্ছে না। তিনি ম্যাচ শেষে বলেছেন, '১৬ বছর আগে পিট সাম্প্রাসকে এখানে হারিয়ে ছিলাম। কিন্তু তখন কে জানতো যে, আমি এখানে আটবার খেতাব জিতব! ভেবেছিলাম, কোনও একদিন হয়তো এখানে ফাইনাল খেলব। ভাগ্য ভাল থাকলে জিততেও পারি। তা বলে আটবার! উইম্বলডন জিতব আটবার, এমনটা তো কারও লক্ষ্য থাকে না। সেই কাজটাই করতে পেরে দারুণ লাগছে। ভাবছি, এই বছরটা কী ভাল যাচ্ছে। নিজের বয়স টেরই পাচ্ছি না। তরতাজা লাগছে।'

আরও পড়ুন  জানেন কোচ হিসেবে রবি শাস্ত্রী কত টাকা মাইনে পাবেন?

.