অলিম্পিক সোনা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে স্বপ্নভঙ্গ হল ডাচ সাইক্লিস্ট ভ্যান লিউটেনের!

অলিম্পিক সোনা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে স্বপ্নভঙ্গ হল ডাচ সাইক্লিস্ট ভ্যান লিউটেনের। পথেই মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হতে হল তেত্রিশ বছর বয়সী এই অ্যাথলিটকে।তার জেরে ICU-তে ভর্তি হতে হল তাঁকে। সোনা জয়ের দৌড়ে সবার আগে ছিলেন লিউটেন। হঠাত করেই রাস্তায় একটা বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে রাস্তার ধারে ধাক্কা মারেন লিউটেন।

Updated By: Aug 8, 2016, 08:15 PM IST
অলিম্পিক সোনা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে স্বপ্নভঙ্গ হল ডাচ সাইক্লিস্ট ভ্যান লিউটেনের!

ওয়েব ডেস্ক: অলিম্পিক সোনা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে স্বপ্নভঙ্গ হল ডাচ সাইক্লিস্ট ভ্যান লিউটেনের। পথেই মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হতে হল তেত্রিশ বছর বয়সী এই অ্যাথলিটকে।তার জেরে ICU-তে ভর্তি হতে হল তাঁকে। সোনা জয়ের দৌড়ে সবার আগে ছিলেন লিউটেন। হঠাত করেই রাস্তায় একটা বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে রাস্তার ধারে ধাক্কা মারেন লিউটেন।

আরও পড়ুন মঙ্গলবার শুরু তৃতীয় টেস্ট, কী পরিবর্তন হচ্ছে ভারতীয় দলে দেখুন

তারপরই মুখ থুবড়ে পডেন তিনি। ততক্ষণাত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাচ সাইক্লিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেরুদন্ডে ভালমত চোট রয়েছে লিউটেন।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গের নাম তো পাল্টাচ্ছে, কিন্তু ইডেন গার্ডেনের নামও কী পাল্টালো?

 

.