T20 World Cup: Dwayne Bravo বললেন আলবিদা, Chris Gayle কী সতীর্থের পথেই!

শুধু ব্র্যাভোই নন, জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেলন ক্রিস গেইলও!

Updated By: Nov 6, 2021, 05:59 PM IST
T20 World Cup: Dwayne Bravo বললেন আলবিদা, Chris Gayle কী সতীর্থের পথেই!
ক্রিস গেইল ও ডোয়েন ব্র্যাভো (ছবি: বাঁ-দিক থেকে)

নিজস্ব প্রতিবেদন: জীবনের অন্তিম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। দেশের জার্সিতে আর দেখা যাবে না দু'বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ী চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে। শনিবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ (Australia vs West Indies)। ব্র্যাভো ব্যাট করতে নামার আগে ড্রেসিংরুমে পান 'স্ট্যান্ডিং ওভেশন'। জীবনের শেষ আন্তর্জাতিক ইনিংসে সাতে নেমে ব্র্যাভো ১২ বলে ১০ করেন। ২৬ মিনিট ক্রিজে ছিলেন তিনি। মারেন একটি ছয়। ৮৩.৩৩-এর স্ট্রাইক রেটে ব্যাট করে ব্র্যাভো জোশ হ্যাজেলউডের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ আউট হয়ে যান।

আরও পড়ুন: T20 World Cup: ম্যাচের পর স্কটল্যান্ডের ড্রেসিংরুমে বিরাটের টিম ইন্ডিয়া

শুধু ব্র্যাভোই নন, জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেলন ক্রিস গেইলও (Chris Gayle)। এমনটাই মনে করছে বাইশ গজ। এদিন গেইল ওপেন করতে নেমেছিলেন এভিন লুইসের সঙ্গে। ৯ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। ১৪ মিনিট ক্রিজে থেকে জোড়া ছক্কা হাঁকান 'টি-২০ ক্রিকেটের ব্র্যাডম্যান'। ১৬৬.৬৬-এর স্ট্রাইক রেটে ব্যাট করেন ক্যারিবিয়ান মহাতারকা। প্যাট কামিন্সের বলে ক্লিন বোল্ড হওয়ার পর গেইল রীতিমতো নাচতে নাচতে ডাগআউটে ফেরেন। সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরেন। হাততালি দিয়ে অভিবাদন জানান। এমনকী গেইলও ফ্যানেদের মধ্যে বিতরণ করে দেন তাঁর গ্লাভস। গেইলের এহেনও আচরণেই প্রাক্তনরা ইঙ্গিত পাচ্ছেন তাঁর অবসরের। যদিও গেইল নিজে এ ব্যাপারে কিছু জানাননি। এখন দেখার গেইল সতীর্থের পথ ধরেন কিনা !

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.