২০২২ পর্যন্ত জুভেন্টাসেই 'নতুন মেসি'
Updated By: Apr 13, 2017, 05:02 PM IST
![২০২২ পর্যন্ত জুভেন্টাসেই 'নতুন মেসি' ২০২২ পর্যন্ত জুভেন্টাসেই 'নতুন মেসি'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/13/83075-dybala.jpg)
ব্যুরো: রিয়াল মাদ্রিদ ঝাপিয়ে পড়ার আগেই বিশ্বফুটবলের নয়া সেনসেশন পাবলো দাবালার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল জুভেন্টাস। দুহাজার বাইশ পর্যন্ত ইতালির এই ক্লাবেই থাকবেন মারাদোনার দেশের এই ফুটবলার। গত কয়েক মরশুম ধরেই নজর কেড়েছেন দিবালা। মঙ্গলবার রাতে বার্সেলোনার হয়ে জোড়া গোল করার পর রাতারাতি তারকা হয়ে গিয়েছেন তিনি। বিশ্ব ফুটবল তাকে নতুন মেসি বলছে।মেসিদের বিরুদ্ধে দাবালার পারফরম্যান্স দেখে তাকে নেওয়ার পরিকল্পনা সাজিয়েছিল রিয়াল। সেটা বুঝেই তরুণ অস্ত্রকে আরও পাঁচ বছর রেখে দিল জুভেন্টাস। আর সেটা বাড়তি অর্থ খরচ করে।
"আজাদি চাইলে এখনই কাশ্মীর ছাড়", জাওয়ানদের ওপর আক্রমণের কড়া নিন্দা গৌতম গম্ভীরের