আত্মবিশ্বাস ফেরাতে নিজেরই ফ্রি-কিক দেখছেন ডং

Updated By: Dec 12, 2015, 02:37 PM IST
আত্মবিশ্বাস ফেরাতে নিজেরই ফ্রি-কিক দেখছেন ডং

ব্যুরো: আত্মবিশ্বাস ফেরানোর জন্য প্রয়োজনে নিজের করা গোলের ডিভিডি দেখতে চান ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার ডো ডং। লিগে দুরন্ত খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন কোরিয়ান ম্যাজিশিয়ান। কিন্তু তারপর থেকেই চোটে কাবু ডং। হাঁটুর চোট কাটিয়ে সবে মাঠে ফিরেছেন। কিন্তু পুরো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন না। কোচের কাছে আলাদা অনুশীলন করছেন। আগামী সপ্তাহে আরও দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ। মূলত ডংয়ের জন্যই এই ম্যাচগুলো খেলতে চাইছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচগুলোয় গোল করে আত্মবিশ্বাস বাড়াতে চান ডং।

নিজের ফুটবল কেরিয়ারে হাঁটুর চোট সারাতে আয়রন সু ব্যবহার করেছিলেন বিশ্বজিত ভট্টাচার্য। ডংকেও সেই টোটকা দিয়েছেন লাল-হলুদ কোচ।

.