টানা দু'ম্যাচে হার ইস্টবেঙ্গলের, ভারতসেরা হওয়ার আশা অনেকটাই শেষ

চেন্নাইয়ে নিভল মশাল। টানা দু'ম্যাচে হার ইস্টবেঙ্গলের। চেন্নাইয়ের কাছে হেরে খেতাবি লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। জোড়া গোল খেয়ে লালহলুদের ভিলেন রেহেনেশ। রংয়ের উতসবের দিন চেন্নাইয়ে নিভল মশাল। আই লিগে চেন্নাই সিটির কাছে এক-দুই গোলে হেরে চ্যাম্পিয়নশিপ ফাইটে আরও বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। টানা দুটো ম্যাচ হেরে ভারতসেরা হওয়ার আশা অনেকটাই শেষ হওয়ার পথে লালহলুদের। চার্চিলের বিরুদ্ধে দলকে ডুবিয়েছিলেন ডিফেন্ডাররা। আর রবিবার সন্ধ্যায় জোড়া গোল খেয়ে দায়িত্ব নিয়ে দলকে ডোবালেন গোলরক্ষক রেহেনেশ।

Updated By: Mar 12, 2017, 10:20 PM IST
টানা দু'ম্যাচে হার ইস্টবেঙ্গলের, ভারতসেরা হওয়ার আশা অনেকটাই শেষ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : চেন্নাইয়ে নিভল মশাল। টানা দু'ম্যাচে হার ইস্টবেঙ্গলের। চেন্নাইয়ের কাছে হেরে খেতাবি লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। জোড়া গোল খেয়ে লালহলুদের ভিলেন রেহেনেশ। রংয়ের উতসবের দিন চেন্নাইয়ে নিভল মশাল। আই লিগে চেন্নাই সিটির কাছে এক-দুই গোলে হেরে চ্যাম্পিয়নশিপ ফাইটে আরও বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। টানা দুটো ম্যাচ হেরে ভারতসেরা হওয়ার আশা অনেকটাই শেষ হওয়ার পথে লালহলুদের। চার্চিলের বিরুদ্ধে দলকে ডুবিয়েছিলেন ডিফেন্ডাররা। আর রবিবার সন্ধ্যায় জোড়া গোল খেয়ে দায়িত্ব নিয়ে দলকে ডোবালেন গোলরক্ষক রেহেনেশ।

আরও পড়ুন- ইউরোপা লিগে প্রথম পর্বেই আটকে গেল ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড

আইজল ও মোহনবাগানের পয়েন্ট নষ্টের সুযোগ নেওয়া তো দুরের কথা। অঘটের পর ইস্টবেঙ্গল ফুটবলারদের মানসিকতা নিয়েই প্রশ্ন উঠে গেল। ম্যাচের প্রথমার্ধে মর্গ্যান ব্রিগেডের খেলা দেখে মনে হয়নি এতটা অন্ধকার নেমে নেমে আসবে। পেইন, ডিকারা সুযোগগুলো কাছে লাগাতে পারলে শুরুতেই এগিয়ে যেতে পারল লালহলুদ। প্রথমার্ধের শেষের দিকে বেকের সেন্টার থেকে গোল করে দলকে এগিয়েন দেন উইলিস প্লাজা। আই লিগে এটা তার সপ্তম গোল। দ্বিতীয়ার্ধে বদলে গেল ম্যাচের রং। বদলে দিলেন লালহলুদের গোলরক্ষক রেহনেশ। সাতান্ন মিনিটে চেন্নাইয়ের ফুটবলার নন্দ কুমারের শট হাত ফোস্কে গোল হজম করেন এই গোলরক্ষক। গোল খেয়ে ম্যাচ থেকেই হারিয়ে যায় ইস্টবেঙ্গল। শেষদিকে মরিয়া মর্গ্যান বুকেনাকে ফরওয়ার্ডে করে দেন। চার স্ট্রাইকারে চলে যায় লালহলুদ। তারই সুযোগ নিয়ে নেয় চেন্নাই। কাউন্টার অ্যাটাক থেকে গোল করে চেন্নাইকে নাটকীয় জয় এনে দেন প্রশান্থ। এই গোলের ক্ষেত্রেও অনেকটা দায়ী রেহনেশ। চোদ্দ ম্যাচ খেলে আঠাশ পয়েন্টে দাঁড়িয়ে লালহলুদ।

 

.