প্রয়াগের কাছে ১-০য় হার ইস্টবেঙ্গলের

আই লিগে মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গলকেও হারাল প্রয়াগ ইউনাইটেড। সঞ্জয় সেনের দলের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও পিছিয়ে পড়ল লাল-হলুদ শিবির। খেলার ইনজুরি টাইমে ইস্টবেঙ্গল গোলকিপার গুরপ্রীত সিংয়ের মারাত্মক ভুলের খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে।

Updated By: Jan 31, 2012, 06:08 PM IST

আই লিগে মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গলকেও হারাল প্রয়াগ ইউনাইটেড।সঞ্জয় সেনের দলের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও পিছিয়ে পড়ল লাল-হলুদ শিবির। খেলার ইনজুরি টাইমে ইস্টবেঙ্গল গোলকিপার গুরপ্রীত সিংয়ের মারাত্মক ভুলের খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে। মেহেতাবের কর্ণারে হেড করার জন্য বিপক্ষের পেনাল্টি বক্সে চলে গিয়েছিলেন লাল-হলুদ গোলকিপার। কিন্তু নিজেদের অর্ধ থেকে বল পেয়ে প্রায় ফাঁকা গোলে বল ঢেলে প্রয়াগকে দুরন্ত জয় এনে দেন কিউই স্ট্রাইকার কেইন ভিনসেন্ট। কলকাতার দুই প্রধানের কাছে গত দু বছরে জায়েন্ট কিলার হয়ে উঠেছে ইউনাইটেড স্পোর্টস। এবারের আই লিগে দুই প্রধানের বিরুদ্ধে অপরাজিত স্ট্যাটাস ধরে রাখল তারা। কার্যত ভাঙা দল মাঠে নামিয়েছিলেন প্রয়াগ কোচ সঞ্জয় সেন। সীমিত শক্তি নিয়ে প্রথমার্ধে মরিয়া লড়াই করেন জোসিমাররা। সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছেও। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ইস্টবেঙ্গল। আক্রমনাত্মক স্ট্র্যাটেজি নেন কোচ মরগ্যান।পরিবর্ত হিসাবে মাঠে নামান রবিন সিং আর এডমিলসনকে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনন টোলগেরা। যখন সবাই ধরে নিয়েছেন ড্র হতে চলেছে কলকাতার বড় ম্যাচ,তখনই গুরপ্রীতের ঐতিহাসিক ভুল ম্যাচ থেকে ছিটকে দেয় ইস্টবেঙ্গলকে। ডার্বির আগে এই হার নিঃসন্দেহে চাপে ফেলে দিল মরগ্যান আর তার দলকে। প্রয়াগের কাছে হারের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হল ১৮ ম্যাচে ৩৪।

.