ইডেনের ভারত-পাক ম্যাচ প্রিভিউ

ইডেনে ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে বসার আগে জেনে নিন ম্যাচের বিভিন্ন বিষয়। ফর্ম গাইড--শেষ পাঁচ ওয়ানডে ম্যাচে-- ভারত-- হার, জয়, জয়, জয়, হার পাকিস্তান-- জয়, হার, জয়, হার, হার

Updated By: Jan 2, 2013, 08:31 PM IST

ইডেনে ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে বসার আগে জেনে নিন ম্যাচের বিভিন্ন বিষয়।
ফর্ম গাইড--
শেষ পাঁচ ওয়ানডে ম্যাচে--
ভারত-- হার, জয়, জয়, জয়, হার
পাকিস্তান-- জয়, হার, জয়, হার, হার

পিচ-- পিচ যুদ্ধ উধাও। পিচ কিউরিটার প্রবীর মুখার্জির সঙ্গে এখন খুব ভাব ধোনির। পাক বোলিংয় যেমন বিধ্বংসী, তাতে বোলারদের জন্য কোনও সাহায্য থাকলেই ভারতের কপালে শনি। তাই ইডেন পাটা পিচ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ব্যাট করে অন্তত ৩০০ রান তুলতে না পারলে ম্যাচ জেতা কঠিন।

সম্ভাব্য প্রথম একাদশ--

ভারত-- গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগ, বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মা/আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, অশোক দিন্দা।
পাকিস্তান-- মহম্মদ হাফিজ, নাসির জামশেদ, আজহার আলি, ইউনিস খান, মিসবা উল হক, শোয়েব মালিক, কামরন আকমল, জুনেইদ খান, উমর গুল, সঈদ আজমল, মহম্মদ ইরফান

আবহাওয়া-- বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শীতকালের হাল্কা রোদেই খেলা হবে।
কাদের দিকে নজর রাখবেন--
ভারত--মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেওয়াগ, ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা
পাকিস্তান-- মহম্মদ ইরফান, মহম্মদ হাফিজ, ইউনিস খান, শোয়েব মালিক

.