বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা

ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা

Updated By: Jun 8, 2018, 09:49 AM IST
বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা

নিজস্ব প্রতিবেদন : ৩২টি দেশের ধুন্ধুমার যুদ্ধ। মোট ৬৪টি ম্যাচ হবে বিশ্বকাপে। এক নয়, দুই নয়, এক ডজন যুদ্ধক্ষেত্র প্রস্তুত। রাশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে সেই ১২টি স্টেডিয়াম। যার মধ্যে ৩টি পুরোনো স্টেডিয়ামের আমূল সংস্কার করা হয়েছে। আর বাকি ৯টি স্টেডিয়াম একেবারে নতুন করে তৈরি করা হয়েছে।

# ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা

* আসন সংখ্যা : ৩৫,৬৯৬

রাশিয়া বিশ্বকাপের সম্ভবত বিচিত্র স্টেডিয়াম এই ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা। একটি গোল পোস্টের পিছনের স্ট্যান্ডটি এতটাই উঁচু যে তা দেখে মনে হবে যেন স্টেডিয়ামের ছাদ পেরিয়ে যাচ্ছে। সুবিশাল ছাদ এই স্টেডিয়ামের। ইয়েকাতেরিনবার্গের সেন্ট্রাল স্টেডিয়াম নামে পরিচিত এই স্টেডিয়ামটি এর আগে বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও বিশ্বকাপকে সামনে রেখে নতুনভাবে সেজে উঠেছে। বিশ্বকাপের পরে স্টেডিয়ামটি এফসি উরাল ইয়েকাতেরিনবার্গের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। বিশ্বকাপের জন্য এই স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা বর্তমানে ৩৫,৬৯৬ হলেও বিশ্বকাপের পরে তা কমিয়ে ২৫ হাজারে নামিয়ে আনা হবে বলে জানা গিয়েছে।

 

 কোন কোন ম্যাচ রয়েছে ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা স্টেডিয়ামে

 

@ গ্রুপ পর্ব :

►মিশর বনাম উরুগুয়ে (গ্রুপ-এ)
►ফ্রান্স বনাম পেরু (গ্রুপ-সি)
►জাপান বনাম সেনেগাল (গ্রুপ-এইচ)
►মেক্সিকো বনাম সুইডেন (গ্রুপ-এফ)

@ নক আউট পর্ব :

সূচিতে নক আউট পর্বের কোনও ম্যাচ এই স্টেডিয়ামে নেই।
 

* এবার দেখে নিন ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা স্টেডিয়ামের ভিডিও

আরও পড়ুন - ভারতীয় সময়ে রাশিয়া বিশ্বকাপের সূচি

.