ব্রিটিশ শিকড় মজবুত করে রুটের শতরান, মইনের ৯৯*

Updated By: Nov 9, 2016, 05:27 PM IST
ব্রিটিশ শিকড় মজবুত করে রুটের শতরান, মইনের ৯৯*

ইংল্যান্ড-৩১১/৪

ওয়েব ডেস্ক: ভারত সফরের প্রথম দিনটা ভালই হল আলিস্টার কুকের দলের। রাজকোটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড করল ৪ উইকেটে ৩১১ রান। শতরান করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট (১২৪)। ৯৯ রানে অপরাজিত মইন আলি। ইংল্যান্ডের দুই ওপেনার আলিস্টার কুক (২১), হাসিব হামিদ (৩১)-কে ৭৬ রানের মধ্যে ফিরিয়ে দিয়েও রুট-আলির চতুর্থ উইকেট পার্টনারশিপ ইংল্যান্ডকে ভাল জায়গায় নিয়ে গেল। চতুর্থ উইকেটে রুট-আলি যোগ করেন ১৭৯ রান। ভারতীয় বোলারদের অসহায় দেখায় রুট-আলির সামনে। তবে শেষের দিকে উমেশ যাদব রুটের উইকেট তুলে নেওয়ায় ম্যাচ থেকে হারিয়ে যায়নি ভারত। মইন আলির সঙ্গে ক্রিজে আছেন বেন স্টোকস।

আরও পড়ুন- দিনের সব খবর

তিন স্পিনার নিয়ে খেলতে নামলেও ব্রিটিশ ব্যাটসম্যানদের দারুণ সমস্যায় ফেলা যায়নি। যদিও অশ্বিন দুটি, জাদেজা একটি উইকেট পেয়েছেন। অমিত মিশ্রকে সেভাবে ব্যবহার করতে পারলেন না বিরাট কোহলি। অশ্বিন-জাদেজা মিলে বল করলেন ৫২ ওভার, সেখানে অমিত মাত্র দশ ওভার।

রুট বরাবরই স্পিনারদের ভাল খেলেন। যে কারণে তাঁকে এখন ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যাটসম্যান বলা হয়। সেই রুটকে আটকানোর প্ল্যান চোখে পড়ল না।   

.