দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড এই প্রোটিয়া ব্যাটসম্যানের
দক্ষিণ আফ্রিকার তিন দিনের ঘরোয়া ম্যাচে শুক্রবার ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে বর্ডারের হয়ে এই কৃতিত্ব অর্জন করেন মার্কো। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার চার্লি ম্যাকারনির।
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব ক্রিকেটে দ্রুততম ৩০০ রান করার নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার মার্কো মারাইজ। মাত্র ১৯০ বলে ৩০০ রান করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। কয়েকদিন আগেই জুনিয়র ক্রিকেটে একদিনের ম্যাচে ৪৯০ রান করে অনন্য নজির গড়েছিলেন এক প্রোটিয়া ব্যাটসম্যান। তারপর প্রথম শ্রেণির ক্রিকেটে মার্কো মারাইজের এই দ্রুততম ৩০০ রান নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সম্মান আরও বাড়িয়ে দিল।
আরও পড়ুন- বিশ্বকাপের সেমিফাইনালে সচিন আউট ছিল, কেন দিল না আজও জানিনা, বললেন আজমল
দক্ষিণ আফ্রিকার তিন দিনের ঘরোয়া ম্যাচে শুক্রবার ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে বর্ডারের হয়ে এই কৃতিত্ব অর্জন করেন মার্কো। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার চার্লি ম্যাকারনির। ১৯২১ সালে নটিংহামশায়ারের বিরুদ্ধে ২২১ বলে তিনি ৩০০ রান করেছিলেন। ১৯৪৮-৪৯-তে এমসিসি-র হয়ে ডেনিস কম্পটন ১৮১ মিনিটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তিনি কত বল খেলেছিলেন, তা নথিভুক্ত নেই ক্রিকেট ইতিহাসে।
আরও পড়ুন- বিরাটের চাপেই বাড়ছে ক্রিকেটারদের টাকা