বিরাটকে বোলিং ততটাও কঠিন নয়!

পিতৃত্ব না কোহলিকে বোলিং, কোনটা বেশি কঠিন?

Updated By: Jul 6, 2018, 12:15 PM IST
বিরাটকে বোলিং ততটাও কঠিন নয়!

নিজস্ব প্রতিবেদন: সবুজ ঘাসের সিমিং উইকেটে হাওয়ায় বাঁক নেওয়া দ্বিমুখী সুইং আর রুক্ষ পিচে রিভার্স ইয়র্কার-এই সবই মহম্মদ আমেরর বাঁয়ে হাত কা খেল। তাঁর ১৫০ কিলোমিটার গতির বাউন্সার বিপক্ষের শিড়দাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এহেন আমেরই খোদ ইয়র্কারের সামনে! পিতৃত্ব না কোহলিকে বোলিং, কোনটা বেশি কঠিন?

আরও পড়ুন- মাঠে গড়াগড়ি খেয়ে ১৪ মিনিট 'নষ্ট' করেছেন ‘নাটুকে’ নেইমার!

আমেরের যুক্তি সহযোগে উত্তর, “পিতৃত্ব”। পিতার দায়িত্ব পালন তুলনামূলক কঠিন, কারণ এখানে অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়, এই উত্তরই দিয়েছেন এই পাকিস্তানি স্পিডস্টার।

আরও পড়ুন- রোনাল্ডোকে ‘ঘরে’ ফিরিয়ে ‘চার হাত এক করতে’ চায় ম্যান ইউ

আখতারের পেস আর আক্রামের সুইং, এই দুইয়ের মিশেলই আছে আমেরের মধ্যে। ওয়াসিম-ওয়াকার-শোয়েব পরবর্তী পাক পেস অ্যাটাকের কর্তৃ এখন তিনিই। তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন খোদ ‘আধুনিক ডন’। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী বিরাট কোহলিকে সমীহ করেন আমেরও। তবে তাঁর আক্ষেপ, ব্রায়ান লারাকে বোলিং করার সুযোগ পাননি। তাঁর মতে ক্যারিবিয়ান কিংবদন্তীই যুগের সেরা ক্রিকেটার।  

 

.