ফিফা র‌্যাঙ্কিং-এ একই জায়গায় থেকে গেল ভারত, শীর্ষে বেলজিয়াম

উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসকে হারিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এল রোনাল্ডোর পর্তুগাল।

Updated By: Jun 15, 2019, 05:09 PM IST
ফিফা র‌্যাঙ্কিং-এ একই জায়গায় থেকে গেল ভারত, শীর্ষে বেলজিয়াম

নিজস্ব প্রতিবেদন : নতুন কোচ ইগর স্টিমাচের তত্বাবধানে থাইল্যান্ডে কিংস কাপে ভারত তৃতীয় স্থান অর্জন করলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে কোনও বদল হল না ভারতীয় ফুটবল দলের। ফিফা র‌্যাঙ্কিংয়ে সেই পুরোনো জায়গাতেই থেকে গেলেন সুনীলরা। অর্থাত্ ১০১ নম্বরেই থাকল ভারতীয় ফুটবল দল। এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের র‌্যাঙ্কিং ১৮ নম্বরে।

তবে উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসকে হারিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এল রোনাল্ডোর পর্তুগাল। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখল বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স অবশ্য রয়েছে দু নম্বরে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। 

আরও পড়ুন - ম্যাঞ্চেস্টারের আকাশ মেঘলা, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি প্রায় ১৪০ কোটি টাকা

.