'ক্লাবের থেকেও অনেক বড় কিছু'-মোহনবাগান দিবসে অভিনব শুভেচ্ছা FIFA-র

মোহনবাগান একটা আবেগের নাম। ক্লাবের থেকেও অনেক বড় কিছু। ভালোবাসার ক্লাব!

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 29, 2020, 07:38 PM IST
'ক্লাবের থেকেও অনেক বড় কিছু'-মোহনবাগান দিবসে অভিনব শুভেচ্ছা FIFA-র
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: গর্বের ২৯শে জুলাই! মোহনবাগান সমর্থকদের কাছে ঐতিহাসিক এক দিন। গর্বেরও বটে। ১৩১ বছর পেরিয়েও আজও অমলিন মোহনবাগান দিবস। মোহনবাগান শুধু একটা ক্লাবের নাম নয়। মোহনবাগান একটা আবেগের নাম। ক্লাবের থেকেও অনেক বড় কিছু। ভালোবাসার ক্লাব! এভাবেই মোহনবাগান দিবসে টাইমস স্কোয়ারের নাসডাক বোর্ডে ফুটে ওঠা মোহনবাগান ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাল ফিফা।

মোহনবাগান দিবসে শুভেচ্ছা জানিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা টুইটে লিখেছে, " নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ডে যখ আকাশচুম্বী প্রতিপত্তি আর ঝলমলে সুন্দর ক্লাবের নাম ফুটে ওঠে, তখন ক্লাবের থেকেও অনেক বড় কিছু হয়ে যায়। বিশ্বের অন্যতম সমর্থকদের ভালোবাসার ক্লাবকে জানাই মোহনবাগান দিবস ২০২০-র শুভেচ্ছা। "

মোহনবাগান দিবসে টাইমস স্কোয়ারের নাসডাক বোর্ডে ফুটে ওঠে মোহনবাগান। পালতোলা নৌকা আর সবুজ-মেরুন রঙ ভেসে ওঠে বিলবোর্ডের ডিজিটাল স্ক্রিনে। মোহনবাগান দিবসে অভিনব সম্মান জানাল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবকে। সুদূর মার্কিন মুলুকের এই ছবি নিঃসন্দেহে গর্বিত করবে অগণিত মোহনবাগান সভ্য-সমর্থকদের।

আরও পড়ুন - ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের ধোনি কে? বলে দিলেন সুরেশ রায়না

.