লুকাকুর জোড়া গোলে পানামাকে সহজেই হারাল বেলজিয়াম
পানামাকে ৩-০ গোলে হারাল হ্যাজার্ডরা।
নিজস্ব প্রতিবেদন : বড় ব্যবধানে জয় দিয়েই বিশ্বকাপে যাত্রা শুরু করল অন্যতম ফেভারিট বেলজিয়াম। প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে ওঠা পানামাকে ৩-০ গোলে হারাল হ্যাজার্ডরা। জোড়া গোল করে নায়ক রোমেলু লুকাকু
আরও পড়ুন - হ্যারি কেনে'র আলোয় জ্বলে উঠল ব্রিটিশরা
প্রথমার্ধে হ্যাজার্ড, ডি ব্রুইন, লুকাকুদের আটকে রাখল পানামা। কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য রূপে দেখা গেল রবের্তো মার্টিনেজের দলকে। বিশ্বকাপে কেন বেলজিয়ামকে বিশেষজ্ঞরা ফেভারিটের তকমা দিচ্ছেন সেটাই প্রথম ম্যাচে দেখিয়ে দিলেন লুকাকুরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ড্রিস মার্টেন্সের দুরন্ত ভলিতে এগিয়ে যায় রেড ডেভিলসরা। ম্যাচের বয়স তখন ৪৭ মিনিট।
আরও পড়ুন - বিশ্বকাপের মাঝে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল সৌদি আরব দল!
এরপর সোচিতে লুকাকু শো। ৬৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে হেডে গোল লুকাকুর। ৭৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন তিনি। বিশ্বকাপের বাছাইপর্বে ১১ গোল করে আসা রোমেলু লুকাকু দেশের জার্সিতে শেষ ১০ ম্যাচে ১৫ গোল করে ফেললেন।
Job done for @BelRedDevils #BELPAN // #WorldCup pic.twitter.com/8uWR1saqrW
— FIFA World Cup (@FIFAWorldCup) June 18, 2018