বিশ্বকাপের আগে মেট্রো স্টেশনে ফুটবল আয়োজন করে চমক রাশিয়ার

মেট্রো কর্মীরাও নিজেদের কাজ ছেড়ে ম্যাচ দেখতে দাঁড়িয়ে পড়লেন। খেলা দেখার উন্মাদনা এতটাই যে মেট্রোর বাকি অংশ কার্যত লোকশূন্য।

Updated By: Jun 11, 2018, 10:12 PM IST
বিশ্বকাপের আগে মেট্রো স্টেশনে ফুটবল আয়োজন করে চমক রাশিয়ার

নিজস্ব প্রতিবেদন:  রাশিয়া এখন ফুটবল জ্বরে আক্রান্ত। উন্মাদনা এতটাই যে মাঠে-ময়দানই নয় রাশিয়ার মানুষ মেট্রো স্টেশনেও ফুটবল খেলা শুরু করে দিয়েছে। সম্প্রতি রাশিয়ার একটি মেট্রো স্টেশনে ফুটবলের একটি ম্যাচ হয়ে গেল।

আরও পড়ুন- গানে গানেই শুরু হবে ফুটবলের মহাযুদ্ধ, উদ্বোধনী মঞ্চে মধ্যমণি বিশ্বকাপ জয়ী রোনাল্ডো

লাইনআপ করছেন ফুটবলাররা। কেউ আবার ওয়ার্ম আপ করছেন। চিয়ার লিডাররাও প্রস্তুত কোমর দোলাতে। ভাবছেন হয়তো ফুটবল মাঠে কোনও ম্যাচ শুরু হতে চলেছে। না, একেবারেই নয়। ফুটবল ম্যাচ শুরু হবে বটে, কিন্তু মাঠে নয় বরং মেট্রো স্টেশনে। চমকে দেওয়ার মতো এই ম্যাচটি আয়োজন করা হয়েছে মেজদুনরডনে স্টেশনে। মাঠ নেই তো কি হয়েছে, সব নিয়ম মেনেই এই ম্যাচ চলছে। ফাউল করলে লালকার্ডও দেখতে হচ্ছে ফুটবলারদের। স্টেশনের একটি প্ল্যাটফর্মে ম্যাচটি দেখতে সবাই কিন্তু মশগুল হয়ে পড়েছেন। এমনকি মেট্রো কর্মীরাও নিজেদের কাজ ছেড়ে ম্যাচ দেখতে দাঁড়িয়ে পড়লেন। খেলা দেখার উন্মাদনা এতটাই যে মেট্রোর বাকি অংশ কার্যত লোকশূন্য। ঠিকই তো ফুটবল ম্যাচ চললে সব কিছুই থমকে যায়।

.