বিশ্বকাপে ফিট নেইমারকে পাবে ব্রাজিল!
ফরাসি সংবাদপত্র এল ইকুইপ-এর দাবি, গত দু'সপ্তাহ ধরে ক্রাচ ছাড়াই হাঁটাচলা করছেন নেইমার। ১৭ মে মেডিক্যাল টেস্ট হবে পিএসজি-র ব্রাজিলিয় তারকার।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের আগে ধড়ে যেন প্রাণ এল বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকের। রাশিয়া বিশ্বকাপ শুরুর ৪০ দিন আগে প্যারিসে ফিরলেন 'প্রায়' ফিট নেইমার জুনিয়র। বিশ্বকাপে সম্ভবত ফিট নেইমারকেই পেতে চলেছেন তিতে।
আরও পড়ুন- আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগ ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ
ফরাসি সংবাদপত্র এল ইকুইপ-এর দাবি, গত দু'সপ্তাহ ধরে ক্রাচ ছাড়াই হাঁটাচলা করছেন নেইমার। ১৭ মে মেডিক্যাল টেস্ট হবে পিএসজি-র ব্রাজিলিয় তারকার। তার আগে অবশ্য তিনি মাঠে নামতে পারবেন না। ১৯ মে পিএসজি মরসুমের শেষ ম্যাচে খেলতে নামছে। সেই ম্যাচে কোনও ভাবেই খেলতে পারবেন না নেইমার। কবে থেকে নেইমার অনুশীলনে ফিরবেন সে বিষয়েও কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে নেইমার নিজেই জানিয়েছিলেন মে মাসের মাঝামাঝি তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামবেন।
আরও পড়ুন- ক্যাবারে ডান্সে 'ডাবল' সেলিব্রেশন মেসিদের
২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিরুদ্ধে গোড়ালিতে চোট পান নেইমার। ৩ মার্চ তাঁর অস্ত্রোপচার হয়। এরপর রিওতে বিলাসবহুল রিসোর্টে রিহ্যাব করেন তিনি। 'প্রায়' ফিট নেইমার পৌঁছে গেছেন প্যারিসে। তাই সেলেকাওদের জন্য সুখবর। রাশিয়া বিশ্বকাপে পুরো ফিট নেইমারকেই পাবে তিতের ব্রাজিল।